<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীতে ধাওয়া দিয়ে ধরে এক যুবলীগ কর্মীকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। নিহত ওই যুবকের নাম মো. মীম (২৫)। তিনি মহানগর যুবলীগের কর্মী ছিলেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">নিহত মীমের বাড়ি মহানগরের রামচন্দ্রপুর এলাকায়। তাঁর বাবার নাম আব্দুল মোমিন। এ নিয়ে গত ৫ আগস্টের পরে রাজশাহীতে যুবলীগ ও ছাত্রলীগের দুজনকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হলো।  </span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">স্থানীয়রা জানান, গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় আন্দোলনকারীদের ওপর দুই হাতে গুলি চালানো যুবলীগ কর্মী রাজশাহীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি জহিরুল হক রুবেলের আত্মীয় এই মীম। রুবেলের সঙ্গে ছিল তাঁর ঘনিষ্ঠতা। সম্প্রতি রুবেলকে গ্রেপ্তার করেছে র‌্যাব।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যায় নগরীর সাগরপাড়া এলাকায় একদল যুবক মীমকে ধাওয়া দিলে তিনি পালানোর চেষ্টা করেন। তবে পঞ্চবটি এলাকায় ধাওয়াকারীদের হাতে ধরা পড়েন তিনি। সেখানেই তাঁকে লাঠি দিয়ে পেটাতে থাকে ওই যুবকরা। উপর্যুপরি ছুরিকাঘাতও করা হয়। রাত সাড়ে ৯টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা মীমকে হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গলির মুখে লাগানো ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, ৮-১০ জন যুবক মীমকে ধাওয়া দিচ্ছে। তবে এই যুবকদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রাজশাহীর বোয়ালিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তাজমুল ইসলাম বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মীম যুবলীগের কর্মী ছিলেন বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডের তদন্ত চলছে। হামলাকারীদের ধরতে চেষ্টা চালাচ্ছে পুলিশ।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>