<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মধ্যপ্রাচ্যের সহিংসতা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে গত বছর ব্যাপক প্রভাব ফেলেছে। বর্তমানে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরো বেড়ে যাওয়ায় এ বছরের নভেম্বরের নির্বাচনকে আরো প্রভাবিত করতে পারে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস মুসলিম এবং আরব আমেরিকান ভোটারদের কথা বিবেচনা না করে ঝুঁকি নিয়ে পূর্বসূরি জো বাইডেনের পদাঙ্ক অনুসরণ করে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প ইহুদিদের প্রতি সমর্থন জানিয়ে ফ্লোরিডায় ৭ অক্টোবর একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ইসরায়েলে হামাস যোদ্ধাদের হামলার এক বছর পূর্তির আয়োজন সেটি। মধ্যপ্রাচ্যের সংঘর্ষের জেরে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকির ব্যাপারে সতর্ক করেছেন তিনি। আর এই পরিস্থিতির জন্য ডেমোক্রেটিক পার্টির নেতৃত্বাধীন বাইডেন প্রশাসনকে দোষারোপ করেছেন ট্রাম্প।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কমলা হ্যারিস ও জো বাইডেন প্রশাসনের অযোগ্য এবং ব্যর্থ নীতিগুলোর কারণে ইরান-সমর্থিত প্রক্সি যোদ্ধারা সক্ষমতা পেয়েছে এবং এত মৃত্যু ও ক্ষয়ক্ষতির পথ রচনা হয়েছে। ফলে বিশ্বব্যাপী বিপর্যয়কর প্রভাব পড়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ট্রাম্প প্রায় এক বছর ধরে দাবি করে আসছেন, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে যেভাবে হামাস আক্রমণ চালিয়ে এক হাজার ২০৫ জনকে হত্যা করেছে, যাদের বেশির ভাগই বেসামরিক নাগরিক। তিনি ক্ষমতায় থাকলে এটা কখনোই ঘটত না।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">৭৮ বছর বয়সী ট্রাম্পের দৃঢ় বিশ্বাস, মধ্যপ্রাচ্য নিয়ে নিজের অবস্থানের কারণে ইহুদি ভোটারদের প্রিয় হতে পারবেন এবং ৫ নভেম্বরের ভোটে এ ব্যাপারে সুবিধা পাবেন। কমলা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন বলেও অভিযোগ ট্রাম্পের।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">ইসরায়েলের পক্ষে থেকে আসলে নিউ ইয়র্ক ও পেনসিলভানিয়ার ভোটারদের সমর্থন লাভ করতে চান ট্রাম্প। ওই সব অঞ্চলে বিপুলসংখ্যক ইহুদি জনগোষ্ঠী রয়েছে। তিনি এ ব্যাপারে ডেমোক্রেটিক সিনেটর চাক শুমারের প্রসঙ্গ তুলেছেন, যিনি নিজেকে গর্বিত হামাস যোদ্ধা দাবি করেছেন। ট্রাম্প বলেছেন, এবারের নির্বাচনে তিনি (ট্রাম্প) জয়ী না হতে পারলে ইহুদিরা বড় ধরনের ক্ষতির মধ্যে পড়বে। তাঁর প্রতিদ্বন্দ্বীকে তিনি ইহুদিবিদ্বেষী হিসেবেও অভিযুক্ত করেছেন। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এবারের নির্বাচনে মিশিগানের ওপর বাড়তি নজর রয়েছে কমলা হ্যারিসের। সেখানে বিপুলসংখ্যক জনগোষ্ঠী আরব-আমেরিকান। গাজায় ইসরায়েলি বর্বরতায় মৃত্যুর বিষয়টি নজরদারিতে রেখেছে সেখানকার বাসিন্দারা। ওই রাজ্যে নির্বাচনে ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">নতুন করে লেবাননে ইসরায়েলি হামলা বাড়তি প্রভাব ফেলতে পারে। তবে নির্বাচন শেষ হওয়ার আগেই এসব নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে নারাজ রাজনৈতিক বিশ্লেষকরা। সূত্র : এএফপি</span></span></span></span></span></p> <p> </p>