<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সবজির দামের ঊর্ধ্বগতির জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস অবস্থা। সরকারের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না সবজির বাজার। এমন পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়িয়েছে একাধিক ইসলামী সেবামূলক প্রতিষ্ঠান। তারা কেনা দামে সবজি বিক্রি করছে। সাধারণ মানুষ তাদের উদ্যোগকে স্বাগত জানিয়েছে। তারা মনে করে, এমন উদ্যোগ বাড়লে জনমনে কিছুটা হলেও স্বস্তি ফিরবে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাকওয়া ফাউন্ডেশন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আলেমদের নেতৃত্বাধীন সেবামূলক সংগঠনগুলোর অন্যতম তাকওয়া ফাউন্ডেশন। করোনা মহামারির সময় লাশ দাফন করে সর্বমহলে প্রশংসা কুড়ায় স্বেচ্ছাসেবী সংগঠনটি। বিভিন্ন জাতীয় দুর্যোগে সংগঠনটি নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এবার দেশব্যাপী কেনা দামে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে তারা। গত ২৪ অক্টোবর থেকে তাদের কার্যক্রম শুরু হয়েছে। এরই মধ্যে তাকওয়া ফাউন্ডেশন ঢাকার মিরপুর ও মোহাম্মদপুর, কক্সবাজার সদর, ময়মনসিংহের ভালুকা, কুমিল্লার বরুড়া ও লালমাই উপজেলায় কেনা দামে সবজি বিক্রি কার্যক্রম শুরু করেছে। পরে মিরপুর-১২, কেরানীগঞ্জ, লালবাগ, ফরিদপুর সদরসহ একাধিক স্থানে তা সম্প্রসারণের কথা রয়েছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">তাকওয়া ফাউন্ডেশন বাংলাদেশের চেয়ারম্যান গাজী ইয়াকুব কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আমরা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে কম দামে সবজি পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই উদ্যোগ নিয়েছি। এটা সম্পূর্ণ অলাভজনক উদ্যোগ। সাধারণ মানুষ অনেক খুশি। আমি আরো বেশি খুশি এ জন্য যে অনেক সাধারণ পরিবার কেনা দামে সবজি বিক্রির উদ্যোগ নিয়েছে। সবার প্রতি আমার আহবান থাকবে, সুযোগ ও সামর্থ্য অনুসারে সবাই নিজ নিজ এলাকায় এটা শুরু করুন এবং প্রান্তিক চাষি থেকে পণ্য সংগ্রহের চেষ্টা করুন। এতে অবৈধ সিন্ডিকেট ভেঙে যাবে এবং অন্যায়ভাবে মূল্যবৃদ্ধির প্রবণতা কমে যাবে।</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শামসুল হক ফাউন্ডেশন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">চট্টগ্রামের ইসলামী ভাবধারার সেবামূলক প্রতিষ্ঠান আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। বছরব্যাপী নানা সেবামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে প্রতিষ্ঠানটি। এর মধ্যে আছে মাদরাসা, মুসাফিরখানা, মেহমানখানা, চিকিৎসাকেন্দ্র ও ভাসমান পানি পরিশুদ্ধকরণ প্রকল্প ইত্যাদি।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত ২২ অক্টোবর কেনা দামে সবজি বিক্রি শুরু করে শামসুল হক ফাউন্ডেশন। ইচ্ছা আগামী এক মাস কার্যক্রম পরিচালনা করা। চট্টগ্রামের বহদ্দারহাটের বহদ্দার পুকুরপাড় এলাকায় সবজি বিক্রি করছে তারা। দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বগতির মুখে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়াই তাদের উদ্দেশ্য বলে জানান ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ নাসির উদ্দিন। তিনি কালের কণ্ঠকে বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাঁচ দিন ধরে আমরা কেনা দামে সবজি বিক্রি করছি। আমরা মূল আড়তদার ও উৎপাদনকারী কৃষকদের কাছ থেকে সবজি সংগ্রহ করছি। এ জন্য কেজি প্রতি ২০ থেকে ৫০ টাকা কমে সবজি বিক্রি করতে পারছি। আলহামদু লিল্লাহ! সাধারণ মানুষ খুবই খুশি। দূর-দূরান্ত থেকেও বহু মানুষ সবজি কিনতে আসছে। আমরা দিনে প্রায় দুই লাখ টাকার সবজি বিক্রি করছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p> <p> </p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন</span></span></strong></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিশোরগঞ্জের অন্যতম দ্বিনি সেবামূলক প্রতিষ্ঠান আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন। করোনাকালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। গত ২৬ অক্টোবর থেকে কেনা দামে সবজি বিক্রি করছে তারা। কিশোরগঞ্জ শহরের শহীদি মসজিদের গেটে শুরু করলেও শহরের আরো কয়েকটি পয়েন্টে তা সম্প্রসারণের ইচ্ছা আছে তাদের। সবজি কেনা থেকে বিক্রি পর্যন্ত যাবতীয় ব্যয় ফাউন্ডেশন বহন করছে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ফাউন্ডেশনের অফিস সমন্বয়কারী সৈয়দ জিয়াউর রহমান বলেন, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একজন ক্রেতা প্রতিটি ধরন থেকে এক কেজি করে সবজি এবং দুই হালি ডিম কেনার সুযোগ পাচ্ছেন। আমরা প্রতিদিন ক্রয়মূল্যের তালিকা প্রকাশ করব। আপাতত বাজারে শীতের সবজি ওঠা পর্যন্ত কেনা দামে সবজি বিক্রি কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা আছে। আমরা সবজিভেদে বাজারমূল্যের সঙ্গে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত পার্থক্যে বিক্রি করতে পারছি।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></p>