<p>প্রদর্শনীর অযোগ্য বলে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আবারও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে শোবিজ দুনিয়ার নানা দিক নিয়ে নির্মিত সিনেমা ‘মেকআপ’-এর উপর। গতকাল (রবিবার) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে। </p> <p>এর আগে ২০২১ সালে চলচ্চিত্র সেন্সর বোর্ড এ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছিল। সম্প্রতি চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে আপিল করেছেন প্রযোজক আজমাত রহমান। সেটা নাকচ করে প্রজ্ঞাপন জারি করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।</p> <p>প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল করায় ছবিটি নাকচ করা হয়েছে। ‘মেকআপ’ কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরাসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করা হয়েছে প্রজ্ঞাপনে।</p> <p>অনন্য মামুন পরিচালিত এই সিনেমাটি মূলত সিনে জগতের নানা রকম অসঙ্গতি তুলে ধরেছে। সিনেমাটিতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।</p>