<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে ভ্যাটদাতাদের সহায়তার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশের সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর ও সার্কেল অফিসকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার এনবিআরের পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাগুজে ভ্যাট রিটার্ন দাখিল করলে রিটার্নের তথ্য ভ্যাট অনলাইন সিস্টেমে কিংবা ভ্যাটদাতাদের সংরক্ষণে না-ও থাকতে পারে, যা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। এই অবস্থায় অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিলে সহায়তা করতে সব ভ্যাট কমিশনারেট, বিভাগীয় দপ্তর এবং সার্কেল অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে। ভোগান্তিমুক্ত পরিবেশে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল করতে অনুরোধ জানানো হয়েছে। এনবিআর সূত্রে জানা যায়, অনলাইনে সংশ্লিষ্ট নথিসহ দলিলপত্র দাখিল করার পর কোনো কোনো ক্ষেত্রে ভ্যাট কর্মকর্তা হার্ডকপি চান, যা আইনসংগত নয়। তাই অনলাইনে ভ্যাটের রিটার্ন দাখিল করার পর হার্ডকপি ভ্যাট অফিসে দাখিল করতে হবে না।</span></span></span></span></span></p> <p> </p> <p> </p>