<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ডিমের বাজারে অস্থিরতা সৃষ্টির দায়ে যশোরে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। প্রতিষ্ঠান দুটির মালিক যশোর-১ (শার্শা) আসনের সাবেক এমপি শেখ আফিলউদ্দিন এবং যশোর পৌরসভার সাবেক মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মুরগির ডিমের সরবরাহ স্বাভাবিক ও বাজার স্থিতিশীল রাখতে গতকাল সোমবার যশোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলামের নেতৃত্বে অভিযানে নামে বাজার মনিটরিং টাস্কফোর্স। তারা শহরের বড়বাজার, চাঁচড়া চেকপোস্ট মোড় ও আরবপুর এলাকা পরিদর্শন করে। পরিদর্শনকালে কর্মকর্তারা দেখতে পান, সরকার নির্ধারিত দরের চেয়ে বেশি দামে ডিম বিক্রি হচ্ছে। খুচরা দোকানিদের দেওয়া তথ্য মতে, টিম বড়বাজারের দুই পাইকারি ব্যবসায়ীর সঙ্গে কথা বলে এবং অসংগতি থাকায় তাঁদের ২০ হাজার টাকা জরিমানা করে।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">কিন্তু পাইকারি বিক্রেতারা দাবি করেন, উৎপাদকরা দাম বাড়িয়ে দিলে তাঁদের কিছুই করার থাকে না। এ পর্যায়ে টাস্কফোর্স শহরের চাঁচড়া চেকপোস্ট এলাকায় আফিল অ্যাগ্রোর বিপণনকেন্দ্রে অভিযান চালায়। সেখানে তারা পাইকারি বিক্রেতাদের অভিযোগের সত্যতা পায়। জেলা ম্যাজিস্ট্রেট তখন আফিল অ্যাগ্রো কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করে তা আদায় করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পরে শহরের আরবপুর এলাকায় চাঁদ অ্যাগ্রোর বিপণনকেন্দ্রে গিয়েও একই চিত্র দেখেন এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।</span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জেলা ম্যাজিস্ট্রেট মো. আজাহারুল ইসলাম বলেন, যশোরে ডিমের উৎপাদকরাই পাইকারি ও খুচরা বাজার নিয়ন্ত্রণ করে আসছেন। ফলে সরকার নির্ধারিত ১০ টাকা ৩৮ পয়সা দরে ডিম বিক্রি হচ্ছে না। নির্ধারিত দামে ডিম বিক্রি না করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।</span></span></span></span></p>