<p>ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানী সাতটি কলেজের শিক্ষার্থীদের সার্টিফিকেট থেকে 'অধিভুক্ত' শব্দ বাতিলের বিষয়টি সম্পূর্ণ গুজব ও অসত্য বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। </p> <p>গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আলাদা হয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাসহ তিন দফা দাবিতে রাজধানীর নীলক্ষেত ও সাইন্সল্যাব মোড় অবরোধ করে আন্দোলন করে সাত কলেজে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় সাত কলেজের শিক্ষার্থীদের স্নাতক ও স্নাতকোত্তর সম্পূর্ণ করলে যে সার্টিফিকেট দেয় সেখান থেকে 'অধিভুক্ত' শব্দটি বাদ দেওয়া হবে এমন একটি বিষয় ছড়িয়ে পড়ে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা করে। </p> <p>তবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে কথা হলে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণ গুজব ও অসত্য। সাত কলেজ নিয়ে এমন কোনো সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নেয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় থেকে একটি অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হবে বলেও জানান তিনি।</p>