<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">শিল্প খাতে নবায়নযোগ্য জ্বালানির সর্বোচ্চ ব্যবহার করার আহবান জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এ জন্য ব্যবসায়ীদের সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। গতকাল রবিবার রাজধানীর মতিঝিলে শিল্প উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) নেতারা। সেখানে তিনি এসব কথা বলেন। সাক্ষাতে বিসিআই সভাপতি আনোয়ার-উল-আলম চৌধুরী পারভেজ শিল্প উপদেষ্টাকে জানান, শিল্প খাতে বর্তমানে বড় চ্যালেঞ্জ জ্বালানিসংকট। গ্যাস-বিদ্যুতের কারণে শিল্প উৎপাদন ব্যাহত হলে এর প্রভাব অন্যান্য খাতেও পড়বে। এ ছাড়া ব্যবসাক্ষেত্রে ক্রমাগত ব্যাংক সুদহার বৃদ্ধি, জাতীয় রাজস্ব বোর্ডের এইচএস কোড জটিলতা এবং কারখানা বন্ধ থাকার কারণে বেতন দিতে মালিকদের সমস্যা হচ্ছে।</span></span></span></span></p>