<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্য বিষয়ে নজর না দিয়ে নির্বাচনের দিকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের ভিন্ন কোনো রাজনৈতিক এজেন্ডা নেই বলেও বিশ্বাস করেন তিনি। সংস্কার কমিশন থেকে দ্রুত প্রতিবেদন জমা নিয়ে জনগণের সামনে তুলে ধরে সরকার সামনের দিকে এগিয়ে যাবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল এসব কথা বলেন।</span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফার পরিচালনায় আরো বক্তব্য দেন জামায়াতে ইসলামীর অধ্যাপক আবদুল হালিম, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, এনডিপির কে এম আবু তাহের, জাগপার খন্দকার দেলোয়ার হোসেন, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, গণ অধিকার পরিষদের ফারুক হাসান, জাতীয়তাবাদী গণতান্ত্রিক পার্টির এস এম শাহাদাত প্রমুখ। </span></span></span></span></span></p> <p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্তর্বর্তী সরকার সময়ের সদ্ব্যবহার করবে আশা প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">অন্যান্য বিষয়ের দিকে না গিয়ে নজরটা ওই দিকে দেবেন, ইলেকশন (নির্বাচন)</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">—</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">এটার কোনো বিকল্প নেই। আমাকে রাষ্ট্র হিসেবে টিকে থাকতে হলে, জাতি হিসেবে টিকে থাকতে হলে, সামনের দিকে এগিয়ে যেতে হলে এখানে সবার কাছে গ্রহণযোগ্য, সবার অংশগ্রহণে নিরপেক্ষ একটি নির্বাচন করতে হবে। কারণ আমাদের সামনে এখন সবচেয়ে বড় প্রয়োজন বা চ্যালেঞ্জ একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black"> একটি নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীদের আন্দোলন-নির্যাতন-কারাভোগের কথা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">তারা (অন্তর্বর্তী সরকার) চেষ্টা করছে, একদমই কিছুই করেনি সেটা ঠিক না। এরই মধ্যে অনেক কিছু করেছে। সর্বশেষ নির্বাচন কমিশন গঠন করার জন্য সার্চ কমিটি গঠন করেছে।</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">’</span></span></span></span></span></p> <p><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">মির্জা ফখরুল বলেন, </span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif""><span style="color:black">‘</span></span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"><span style="color:black">যুদ্ধ শেষ হয়নি; রাজনীতি ও সংগ্রাম কখনো শেষ হয় না। রাজনীতি-সংগ্রাম চলতে থাকে এবং রিফর্ম হচ্ছে, চলবে। আমি ধন্যবাদ জানাতে চাই, রিফর্মের জন্য কতগুলো কমিটি করেছে। আমরা প্রত্যাশা করি, সরকার দ্রুত সংস্কার কমিশন থেকে রিপোর্ট নিয়ে জনগণের সামনে তুলে ধরবে এবং সামনে এগিয়ে নিয়ে যাবে।</span></span></span></p>