<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিং আগামীকাল শনিবার পেরুতে বৈঠকে বসবেন। এই দুই নেতার মধ্যে এটি তৃতীয়বারের বৈঠক এবং সম্ভবত সর্বশেষও। তাঁরা বিশ্বের বিভিন্ন ইস্যুতে আলোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী শনিবার চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন বলে প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন। তাঁদের বৈঠক এমন একসময়ে হতে যাচ্ছে, যখন ডোনাল্ড ট্রাম্পের অধীনে ওয়াশিংটনের সঙ্গে সম্ভাব্য আরো বেশি উত্তপ্ত সম্পর্কের জন্য প্রস্তুতি নিচ্ছে বেইজিং।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছেন, পেরুর লিমায় এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন ফোরামের অবসরে ওয়াশিংটন ও বেইজিংয়ের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনাসহ বিস্তৃত পরিসরের বৈশ্বিক নানা ইস্যুতে দুই নেতা আলোচনা করবেন। সূত্র</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> : এনডিটিভি</span></span></span></span></span></p>