<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তসংলগ্ন ইরানের সিস্তান-বেলুচিস্তান প্রদেশে অভিযান চালিয়ে আট সন্ত্রাসীকে হত্যার দাবি করেছে সামরিক বাহিনী। গতকাল মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ কথা জানায়। গত মাসে দক্ষিণ-পূর্ব প্রদেশটিতে একটি থানায় সন্ত্রাসী হামলার পর থেকে সেখানে অস্থিরতা বিরাজ করছে। পাকিস্তানভিত্তিক জৈয়শ আল আদল গোষ্ঠীর সদস্যরা গত ২৬ অক্টোবর সিস্তান-বেলুচিস্তান প্রদেশে হামলা চালিয়ে ১০ পুলিশকে হত্যা করে। গত কয়েক মাসের মধ্যে প্রদেশটিতে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা ছিল। এ ছাড়া গত মাসের শুরুতে এক হামলায় পুলিশসহ ছয়জন নিহত হন। জৈয়শ আল আদল ওই হামলার দায় স্বীকার করে।  ইরানের রেভলুশনারি গার্ড কমান্ডার আহমেদ শাফাহি বলেছেন, এই প্রদেশে অভিযান শুরুর পর মোট আটজন সন্ত্রাসী নিহত হয়েছে। এ ছাড়া আরো ১৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে থানায় আক্রমণের সঙ্গে জড়িত ব্যক্তিরাও রয়েছে। এছ াড়া অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। আফগানিস্তান ও পাকিস্তান সীমান্তে বিস্তৃত সিস্তান-বেলুচিস্তান ইরানের অন্যতম দরিদ্র প্রদেশ। বিভিন্ন সময় ইরানের শিয়া শাসনের বিরোধিতাকারী বিচ্ছিন্নতাবাদী ও সুন্নি চরমপন্থীরা আন্ত সীমান্ত পেরিয়ে প্রদেশটিকে আক্রমণ চালিয়েছে। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সূত্র : এএফপি</span></span></span></span></span></p>