<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের ভূখণ্ডে ইসরায়েলের আক্রমণ মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধকে আরো ঘনীভূত করে তুলেছে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনা এড়ানো  হবে  নাকি পরিস্থিতি আরো খারাপের দিকে টেনে নেওয়া হবে তা এখন বলতে গেলে ইরানের ওপর নির্ভর করছে। ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিতে ইরানের  সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং তাঁর গুরুত্বপূর্ণ উপদেষ্টারা কী ধরনের পদক্ষেপ নেবেন তা এখন মধ্যপ্রাচ্য পরিস্থিতির জন্য গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।  </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইরানের সর্বোচ্চ নেতা খামেনি গতকাল রবিবার বলেছেন, তাঁর দেশে ইসরায়েলের আক্রমণকে অতিরঞ্জিত করা কিংবা ছোট করে দেখা উচিত হবে না। গত ১ অক্টোবর ইসরায়েলে প্রায় ২০০ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান। এর বেশির ভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করার দাবি করে ইসরায়েল। ইরানের ওই হামলার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু কঠিন প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। গত শনিবার  ইসরায়েলি বাহিনী ইরান আক্রমণের খবর জানায়। ইরানের প্রধানমন্ত্রী নেতানিয়াহু  বলেছেন,  ইরানের ওপর তাঁদের হামলা ছিল </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সুনির্দিষ্ট  এবং শক্তিশালী</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> এবং তাঁদের সব লক্ষ্য পূরণ হয়েছে। ইসরায়েলের হামলায় ইরানের চার সেনা প্রাণ হারিয়েছেন। </span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের আক্রমণ ইরানকে এক কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে। তারা যদি অতীতের মতো ইসরায়েলে একঝাঁক ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে, তাহলে ইসরায়েল আবারও বদলা নেবে বলে হুঁশিয়ারি দিয়েছে। তাই ইরান ইসরায়েলে হামলা চালানোর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যে  বিদ্যমান উত্তেজনা আরো বেড়ে যাবে। আরেকটি সিদ্ধান্ত হতে পারে, একে অন্যের ভূখণ্ডে সরাসরি ধ্বংসাত্মক হামলা বন্ধে সীমারেখা টানা। তবে এমন সিদ্ধান্ত ইরানকে অস্বস্তিতে ফেলতে পারে। ইরান যদি প্রতিশোধের আগুন নিজের বুকেই চাপা দেয়, তাহলে সবার সামনে ইরান একটি দুর্বল, ভীত দেশ হিসেবে উপস্থাপিত হবে। মনে হতে পারে যে ইসরায়েলের সামরিক শক্তি আর যুক্তরাষ্ট্রকে ভয় পেয়ে ইরান কোনো পদক্ষেপ নেয়নি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্য উত্তেজনা আরো গুরুতর দিকে নিয়ে যাওয়া নাকি নিজেদের দুর্বল হিসেবে প্রতিপন্ন করা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">—</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এই কঠিন সিদ্ধান্তের কোনটি বেছে নেবে তেহরান সেই প্রশ্নের উত্তর ইরান সরকারকেই দিতে হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"> </span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের আহবান তেহরানের </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের হামলার নিন্দা জানাতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক করার আহবান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘাচি গতকাল রবিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে এ বিষয়ে তাগিদ দিয়ে চিঠি দিয়েছেন। এ ছাড়া ইরানে জাতিসংঘের স্থায়ী মিশন বলেছে,  ইসরায়েল হামলা চালিয়ে ইরানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন করেছে এবং এটি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের একটি সুস্পষ্ট লঙ্ঘন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজা ও লেবাননে তীব্র হামলা ইসরায়েলের </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে উত্তর গাজা ও দক্ষিণ লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। উত্তর গাজায় অবরুদ্ধ এলাকায় আবাসিক ভবনগুলোতে ইসরায়েলের বিমান হামলায় গতকাল অন্তত ৪৫ জন নিহত হয়েছে। উত্তর গাজায় বড় ধরনের অভিযান ও গণগ্রেপ্তার চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে দক্ষিণ লেবাননে একটি উপকূলীয় শহরে গতকাল ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত পাঁচজন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ১৩ জন। ইসরায়েলি বাহিনী গতকাল জানিয়েছে, লেবানন থেকে স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে ইসরায়েলের ভূখণ্ডে অন্তত ৭৫টি রকেট  নিক্ষিপ্ত হয়েছে। এসবের কিছু প্রতিহত করা হয়েছে আর কিছু ভূমিতে ধ্বংস হয়েছে। রকেট হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে কোনো তথ্য জানায়নি ইসরায়েলি বাহিনী। </span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><strong><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের বাসস্ট্যান্ডে ট্রাক হামলা </span></span></strong></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলের তেল আবিবে একটি বাসস্ট্যান্ডে মানুষের ভিড়ে আচমকা একটি ট্রাক ঢুকে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হয়েছে। তাদের মধ্যে ১০ জনের অবস্থা ঝুঁকিপূর্ণ। গতকাল ইসরায়েলের একটি সামরিক ঘাঁটির কাছে বাসস্ট্যান্ডটিতে এই ঘটনা ঘটে। পরে ট্রাকচালককে গুলি করে হত্যা করা হয়। প্রাথমিক তদন্তে পুলিশ জানায়, ট্রাকটি একটি বাসকে আঘাত করে। বাসটি ওই সময়ে সেখানে যাত্রীদের নামাচ্ছিল। সেনাবাহিনী এ ঘটনাকে </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সন্ত্রাসী হামলা</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi"> হিসেবে উল্লেখ করেছে। অন্যদিকে জেরুজালেমের কাছে ইসরায়েলি সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করলে সেনারা এক ব্যক্তিকে হত্যা করে। সূত্র : বিবিসি, এএফপি, আলজাজিরা</span></span></span></span></span></p> <p style="text-align:left"> </p>