<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ভারতের কেন্দ্রশাসিত জম্মু-কাশ্মীর অঞ্চলের গান্দারবাল জেলায় জঙ্গি হামলায় এক চিকিৎসক ও ছয় নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গতকাল  সোমবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">একটি বেসরকারি প্রতিষ্ঠান সেখানে সুড়ঙ্গ নির্মাণের কাজ করছিল। কর্মীরা যে শিবিরে অবস্থান করছিলেন, সেখানে জঙ্গিরা অতর্কিত হামলা চালালে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনার জন্য দায়ী জঙ্গিদের খুঁজতে চিরুনি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। এরই মধ্যে পুরো এলাকা বেষ্টনী দিয়ে ঘিরে  ফেলা হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরত্ব পর্যন্ত কাউকে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হচ্ছে না। ওই শিবিরে স্থানীয় ও অন্যান্য রাজ্য থেকে আসা লোকজন ছিল। অন্তত দুই জঙ্গি সদস্য তাদের ওপর গুলি চালায়। নিহতরা হলেন নাইদগাম কাশ্মীরের বুদগাম অঞ্চলের বাসিন্দা ড. শাহনাওয়াজ, পাঞ্জাবের গুরদাসপুরের গুরমিত সিং, মোহাম্মাদ হানিফ, ফাহিম নাসির, একজন নিরাপত্তা ম্যানেজার, বিহারের বাসিন্দা কলিম, মধ্যপ্রদেশ থেকে আসা মেকানিক্যাল ম্যানেজার অনিল কুমার শুক্লা এবং জম্মু থেকে আসা ডিজাইনার শশী আবরল। হামলাকারীরা পালানোর সময় ভারতে নির্মিত একটি ইনসাস রাইফেল ফেলে যায়। এই ঘটনায় সুড়ঙ্গ নির্মাতা প্রতিষ্ঠানের দুটি গাড়ি আগুনে পুড়ে যায়। সূত্র : এনডিটিভি</span></span></span></span></span></p>