<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের খাইবারপাখতুনখোয়া প্রদেশে আত্মঘাতী বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। এ সময় নিরাপত্তা বাহিনীর গুলিতে ছয় সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল বুধবার পাকিস্তানি সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর এক বিবৃতিতে জানিয়েছে, গত মঙ্গলবার বান্নু জেলার মালি খেল এলাকায় যৌথ তল্লাশিচৌকিতে সন্ত্রাসীরা হামলার চেষ্টা করে। সামরিক বাহিনী তাদের প্রতিহত করলেও একটি আত্মঘাতী বিস্ফোরণে চেকপোস্টের সীমানাপ্রাচীর এবং আশপাশের অবকাঠামো ধসে পড়ে। এ সময় ১০ সেনা সদস্য এবং ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির দুই সদস্য নিহত হন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">আইএসপিআর আরো জানায়, সামরিক বাহিনীর প্রতিরোধের মুখে সন্ত্রাসীরা বিস্ফোরকবোঝাই গাড়ি দিয়ে চেকপোস্টের প্রাচীরে আঘাত হানে। নিরাপত্তা বাহিনীর পাল্টা আক্রমণে ওই সময় ছয় সন্ত্রাসী নিহত হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি বলেছেন, মাতৃভূমিকে সুরক্ষিত রাখতে গিয়ে সেনাদের এই ত্যাগ জাতি চিরকাল স্মরণে রাখবে। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন তিনি। সেই সঙ্গে সন্ত্রাস নির্মূলে জাতির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, দেশের সাহসী সেনারা সন্ত্রাসীদের প্রতিরোধ করতে গিয়ে জীবন উৎসর্গ করেছেন। তাদের এই আত্মত্যাগ বৃথা যাবে না। যারা জনগণের জানমালের নিরাপত্তা হুমকির মুখে ফেলেছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">সম্প্রতি বেলুচিস্তান এবং খাইবারপাখতুনখোয়া অঞ্চলে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ওপর সন্ত্রাসী হামলা উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গত মঙ্গলবারের ঘটনার মাত্র এক দিন আগেই খাইবারপাখতুনখোয়ার তিরাহ এলাকায় সেনা সদস্যদের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে আট সেনা এবং ৯ সন্ত্রাসী নিহত হয়। নিষিদ্ধঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) ওই হামলার দায় স্বীকার করেছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এর আগে চলতি বছরের অক্টোবরে কোয়েটায় আত্মঘাতী বিস্ফোরণে ২৭ জন নিহত এবং ৬০ জনেরও বেশি আহত হয়েছিল। সূত্র : দ্য ডন</span></span></span></span></span></p>