<p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">উত্তর গাজার জাবালিয়ায় জাতিসংঘের ত্রাণ ও শরণার্থী সংস্থার (ইউএনআরডব্লিউএ) একটি স্কুলে গতকাল বৃহস্পতিবার প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছে। বাস্তুচ্যুত লোকজনকে আশ্রয় দিতে স্কুলটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহারের অনুমতি দিয়েছিল জাতিসংঘ। ইসরায়েলের দাবি, হামাস যোদ্ধাদের লক্ষ্য করে ওই শিবিরে হামলা চালানো হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে হামাস।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">জাবালিয়ার নিকটবর্তী কামাল আদওয়ান হাসপাতাল ও আল-আওদা হাসপাতালে তাঁদের বেশ কয়েকজনের মরদেহ আনা হয়েছে। জাবালিয়ার আবু হুসেইন স্কুলে ইসরায়েলি বাহিনীর হামলায় তাঁদের মৃত্যু হয়।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, ওই স্কুল প্রাঙ্গণে জড়ো হওয়া হামাস ও ইসলামিক জিহাদের যোদ্ধাদের লক্ষ্য করে সুনির্দিষ্ট হামলা চালানো হয়েছে। তাদের ভাষ্য, </span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">‘</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলার সময় হামাস ও ইসলামিক জিহাদের বেশ কয়েকজন সন্ত্রাসী স্কুল প্রাঙ্গণে উপস্থিত ছিল।</span></span><span style="font-size:14.0pt"><span style="font-family:"Times New Roman","serif"">’</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">হামলার নিন্দা জানিয়ে হামাস বলেছে, আবু হুসেইন স্কুলকে প্রতিরোধের উদ্দেশ্যে ব্যবহারের যে দাবি করেছে দখলদাররা, তা নিছক মিথ্যা। নিজেদের অপরাধ ও নিরীহ বাস্তুচ্যুত লোকদের হত্যার ন্যায্যতা দিতে ইসরায়েল এমন নীতির চর্চা করে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত এক দিনে গাজায় ২৯ জন নিহত হয়েছে। এ নিয়ে উপত্যকায় নিহতের সংখ্যা বেড়ে ৪২ হাজার ৪৩৮ জন হয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ দাবি করেছে, গাজার একটি ভবনে হামলা চালিয়ে তিন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে। তাঁদের একজন হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার কি না, তা যাচাই করা হচ্ছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">অন্যদিকে লেবাননের দক্ষিণ ও পূর্বে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল। পূর্ব লেবাননের বেকা উপত্যকা থেকে লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পর এই হামলা চালাল ইসরায়েল। লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ জানিয়েছে, আল-হাউস এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এ ছাড়া বুর্জ আল-শেমালিতেও হামলা চালিয়েছে।</span></span></span></span></span></p> <p style="text-align:left"><span style="font-size:10pt"><span style="font-family:Kantho"><span style="color:black"><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">এদিকে ইরানি লক্ষ্যবস্তুতে হামলা চালালে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ড কোরের প্রধান হোসেন সালামি। এ ছাড়া রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সতর্ক করে বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি হবে ধ্বংসাত্মক। সূত্র : আলজাজিরা, বিবিসি, এএফপি</span></span></span></span></span></p>