<p>গ্যারেথ সাউথগেট পদত্যাগ করার পর ইংল্যান্ডের অনেকেই মনে করেছিলেন তার উত্তরসূরি একজন ইংলিশই হবেন। তবে কোচ নিয়োগের সময় সেটা দেখা যায়নি। ইংল্যান্ড দায়িত্ব দিয়েছে টমাস টুখেলকে। তৃতীয় বিদেশে কোচ হিসেবে ইংল্যান্ডের দায়িত্ব পালন করবেন জার্মান কোচ।</p> <p>টুখেল দায়িত্ব পাওয়ায় অনেকে বিস্মিত হয়েছেন। সেই তালিকায় আছেন ইংল্যান্ড ও ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ওয়েইন রুনিও। ৫১ বছর বয়সী টুখেলের দায়িত্ব পাওয়ায় তিনি অবাক হয়েছেন বলে জানিয়েছেন। অবাক হলেও জার্মান কোচকে শুভেচ্ছা জানাতে ভোলেননি তিনি।  তিনি বলেছেন, ‘আমি অবাক হয়েছি। তিনি খুবই ভালো কোচ। তবে এফএ তাকে দায়িত্ব দেওয়ায় অবাক হয়েছি। সে যা-ই হোক তার জন্য শুভকামনা। আশা করি, তিনি ভালো কিছু করবেন।’</p> <p>আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে টুখেলের মেয়াদ। ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত তার বর্তমান মেয়াদ। সরাসরি না বললেও এই ১৮ মাসের দায়িত্বে তার জায়গায় একজন ইংলিশ কোচকে দেখতে চেয়েছিলেন ‍রুনি। অবাক হওয়ার ব্যাখ্যায় সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘১০-১৫ বছর ধরে এফএ তরুণ কোচদের জন্য দারুণ এক প্ল্যাটফরম তৈরি করেছে। তাই আমি অবাক হয়েছি তারা নিজেদের একজনকে বেছে নেয়নি।’</p>