<p>কানাডায় বিদেশি শিক্ষার্থীদের ‘স্টাডি পারমিট’ সংখ্যা কমিয়ে আনার এবং শ্রমিকদের ওয়ার্ক পারমিট পাওয়ার যোগ্যতা আরো কঠোর করা হচ্ছে। গত বুধবার দেশটির অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্ক মিলার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন। কানাডায় অস্থায়ী বাসিন্দার সংখ্যা কমানোর উদ্দেশ্যে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে।</p> <p>কানাডার ক্ষমতাসীন লিবারেল দল গত সপ্তাহে একটি আসনে উপনির্বাচনে পরাজিত হওয়ার পর এবং জনমত জরিপে পিছিয়ে পড়ার খবরের মধ্যেই বিদেশি শিক্ষার্থী এবং বিদেশি কর্মীসহ অস্থায়ী বাসিন্দাদের সংখ্যা কমানোর ঘোষণাটি এলো। ২০২৫ সালের অক্টোবরে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে ইস্যুটি বেশ গুরুত্বপূর্ণ মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।</p> <p>কানাডা সরকারের ঘোষণায় বলা হয়েছে, এখন থেকে আর চাইলেই কানাডায় প্রবেশ করা যাবে না। যাঁরা এরই মধ্যে প্রবেশ করেছেন, তাঁরাও চাইলেই স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন না।</p> <p>মন্ত্রী মার্ক মিলার বলেছেন, ২০২৫ সালে সর্বোচ্চ চার লাখ ৩৭ হাজার বিদেশি শিক্ষার্থী ও শ্রমিককে কানাডায় প্রবেশের অনুমতি দেওয়া হবে।</p> <p>উন্নত জীবন, কর্মসংস্থানের অবারিত সুযোগ এবং আয়তনের তুলনায় জনসংখ্যার স্বল্পতার কারণে কানাডা বরাবরই অভিবাসীদের পছন্দের তালিকায় ওপরের দিকে রয়েছে। গত বছরগুলোতে অভিবাসীদের স্বাগত জানিয়েছে দেশটি। তবে করোনাভাইরাস মহামারির ধাক্কা কেটে যাওয়ার পর বদলে যায় পরিস্থিতি। আবাসন ও নাগরিক পরিষেবায় অসহনীয় চাপ সামাল দিতে ২০২৩ সাল থেকে বিদেশি শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ সীমিত করার পদক্ষেপ নেওয়া হয়। সূত্র : এএফপি</p>