<p><span style="font-size:11pt"><span style="font-family:"Calibri","sans-serif""><span style="font-size:14.0pt"><span style="font-family:SolaimanLipi">পাকিস্তানে মাংকি পক্স আক্রান্ত আরেকজন রোগী শনাক্ত হয়েছে। গতকাল শুক্রবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপসাগরীয় একটি দেশ থেকে পেশোয়ারে আসা এক ব্যক্তির শরীরে মাংকি পক্স শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট দুজন মাংকি পক্স আক্রান্ত হিসেবে শনাক্ত হলো। বিদেশ থেকে আসা যাত্রীদের পেশোয়ার বিমানবন্দরে স্ক্রিনিংয়ের সময় ওই ব্যক্তি আক্রান্ত হিসেবে শনাক্ত হয়। পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিমানবন্দরেই ওই যাত্রীর শরীরে মাংকি পক্সের উপসর্গ দেখা গেছে। তৎক্ষণাৎ তাঁকে অন্যান্য পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পরীক্ষার পর তাঁর মাংকি পক্স শনাক্ত হয়েছে। পাকিস্তানের বিমানবন্দরগুলোতে মাংকি পক্স চিহ্নিত করার মেশিন স্থাপন করা হয়েছে। বিমানবন্দরের পাশাপাশি স্থলবন্দরেও মাংকি পক্স রোগীদের চিহ্নিতের কাজ চলছে। খাইবারপাখতুনখোয়া প্রদেশের স্বাস্থ্য পরিচালক ডা. ইরশাদ রুগানি বলেন, ৪৭ বছর বয়সী ওই রোগী নওশেরা এলাকার বাসিন্দা। শুক্রবার সকালে তিনি উপসাগরীয় একটি দেশ থেকে বিমানে এসেছেন। সূত্র : জিও টিভি</span></span></span></span></p>