<p>ঘানার সাবেক প্রেসিডেন্ট জন ড্রামানি মাহামা দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন। এর আগে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ভাইস প্রেসিডেন্ট মাহামুদু বাওমিয়া পরাজয় স্বীকার করে নেন। এক সংবাদ সম্মেলনে রবিবার বাওমিয়া বলেন, ‘ঘানার জনগণ তাদের মতামত প্রকাশ করেছেন। তারা এই সময় পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন এবং আমরা তা বিনীতভাবে সম্মান করি।’</p> <p>শনিবারের নির্বাচনে পরাজয়ের মাধ্যমে বর্তমান প্রেসিডেন্ট নানা আকুফো-আদ্দোর নেতৃত্বাধীন ক্ষমতাসীন নিউ প্যাট্রিয়টিক পার্টির (এনপিপি) দুই মেয়াদের শাসন শেষ হলো। তার শাসনামলে ঘানা সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছিল, যার মধ্যে উচ্চ মুদ্রাস্ফীতি ও ঋণখেলাপি অন্তর্ভুক্ত।</p> <p>বাওমিয়া বলেন, তিনি ন্যাশনাল ডেমোক্রেটিক কংগ্রেসের (এনডিসি) মাহামাকে অভিনন্দন জানাতে ফোন করেছেন। এর আগে এনডিসির মুখপাত্র স্যামি গ্যামফি সাংবাদিকদের জানান, দলের অভ্যন্তরীণ ফলাফল পর্যালোচনায় দেখা গেছে, মাহামা ৫৬.৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, যেখানে বাওমিয়া পেয়েছেন ৪১.৩ শতাংশ। তিনি বলেন, ‘এটি খুবই পরিষ্কার যে দেশের জনগণ পরিবর্তনের জন্য ভোট দিয়েছেন।’</p> <p>অন্যদিকে ভাইস প্রেসিডেন্ট বলেন, মাহামা ‘সন্দেহাতীত’ প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেছেন। এনপিপির অভ্যন্তরীণ ভোট গণনার তথ্য অনুযায়ী, এনডিসি পার্লামেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছে।</p> <p>২০১২ সালের জুলাই থেকে ২০১৭ সালের জানুয়ারি পর্যন্ত ঘানার প্রেসিডেন্ট থাকা মাহামা এক্সে নিশ্চিত করেছেন, বাওমিয়া তাকে তার ‘স্পষ্ট বিজয়’ উপলক্ষে অভিনন্দন জানিয়েছেন। এ ছাড়া জোরালো স্লোগান ও উল্লাসে ৬৫ বছর বয়সী মাহামার সমর্থকরা ইতিমধ্যে রাজধানী আক্রায় পার্টি ক্যাম্পেইন হেডকোয়ার্টারের বাইরে জড়ো হয়ে উদযাপন শুরু করেছেন।</p> <p>প্রচারণার সময় মাহামা দেশকে বিভিন্ন ক্ষেত্রে ‘পুনর্গঠন’ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং তরুণ ঘানাবাসীর আকৃষ্ট করার চেষ্টা করেছিলেন। তার জয় একটি ঐতিহাসিক মাইলফলক চিহ্নিত করেছে। কারণ তিনি ঘানার চতুর্থ প্রজাতন্ত্রের (১৯৯২ সালে বহুদলীয় গণতন্ত্রে প্রত্যাবর্তনের পর থেকে) প্রথম প্রেসিডেন্ট, যিনি একবার ক্ষমতা হারানোর পর ফের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।</p> <p>সোনার খনি ও কোকো উৎপাদনকারী দেশ ঘানা ঋণখেলাপি ও মুদ্রার অবমূল্যায়নের সংকট মোকাবেলার পর ৩০ লাখ ডলারের আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সহায়তা পেয়েছিল। দুর্নীতির ক্ষেত্রে মাহামা প্রচারণার সময় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি একটি নতুন অফিস গঠন করবেন, যা ৫০ লাখ ডলারের ওপর সরকারি ক্রয়গুলো যাচাই করবে। তার মতে, নিয়ন্ত্রণহীন ক্রয়প্রক্রিয়া দুর্নীতির একটি বড় উৎস। তবে মাহামা ফেব্রুয়ারিতে ঘানার সংসদে পাস হওয়া এলজিবিটিকিউবিরোধী বিলের প্রতি সমর্থন ব্যক্ত করেন, যা এখনো আইনে পরিণত হয়নি এবং আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে।</p> <p>ঘানার নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনের ফল আনুষ্ঠানিকভাবে মঙ্গলবারের মধ্যে ঘোষণা করা হবে। গণতান্ত্রিক স্থিতিশীলতার ইতিহাসসহ ১৯৯২ সালে বহুদলীয় রাজনীতিতে ফিরে আসার পর থেকে ঘানার দুটি প্রধান দল—এনপিপি ও এনডিসি সমানভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে।</p> <p>সূত্র : আলজাজিরা</p>