<p>২০২২ সালের অর্থনৈতিক মন্দা এবং রাজনৈতিক সংকটের পর আজ বৃহস্পতিবার কড়া নিরাপত্তায় শ্রীলঙ্কায় চলছে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় সকাল ৭টায় শুরু হওয়া এই ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। </p> <p>এই নির্বাচনকে দেখা হচ্ছে, মার্কসবাদী নতুন প্রেসিডেন্টের দলের ক্ষমতাকে সুসংহত করা ও অর্থনৈতিক পুনরুদ্ধারের প্রতিশ্রুতি পূরণের মূল চাবিকাঠি হিসেবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার মাত্র সাত সপ্তাহ পর অনুষ্ঠিত হচ্ছে এই জাতীয় সংসদ নির্বাচন। নতুন বামপন্থী প্রেসিডেন্ট অনূঢ়া কুমারা দিশানায়েকে পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে আগাম নির্বাচন দিয়েছেন। </p> <p>২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েক ১৬তম পার্লামেন্ট বিলুপ্তি ঘোষণা করেন। ২১ নভেম্বর নব নির্বাচিতদের নিয়ে ১৭তম জাতীয় সংসদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে স্পিকার নির্বাচন করা হবে।</p> <p>শ্রীলঙ্কার ১ কোটি ৭১ লাখ ভোটার সংসদীয় নির্বাচনে ভোট দেবেন। ২২৫টি আসনের মধ্যে ১৯৬টি সরাসরি নির্বাচিত হবে এবং বাকিগুলো দলীয় ভোটের অনুপাতে মনোনীত হবে। এই নির্বাচনে প্রায় ৮ হাজার ৮০০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যাদের মধ্যে ৪৯টি রাজনৈতিক দল এবং ২৮৪টি স্বাধীন দল রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৬ ইসরায়েলি সেনা নিহত" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/14/1731571425-a992f07d19721dbf74df68c1ed4e7c56.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ৬ ইসরায়েলি সেনা নিহত</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/14/1446529" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>তবে পিপলস অ্যাকশন ফর ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের নির্বাহী পরিচালক রোহনা জানিয়েছেন, প্রায় এক হাজার প্রার্থীই সক্রিয়ভাবে প্রচারণা চালিয়েছেন। </p> <p>সবচেয়ে খারাপ অর্থনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার জন্য লড়াই করছে দেশটি। দেশের ২৫.৯ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছেন, যা গত চার বছরে বেড়েছে।</p> <p>এর আগে, ২০২২ সালে বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর দেউলিয়া ঘোষণা করা হয় দ্বীপরাষ্ট্রটিকে। ২০২২ সালে শ্রীলঙ্কায় উচ্চ মুদ্রাস্ফীতি, খাদ্য ও জ্বালানি সংকট দেশটিকে বড় ধরনের রাজনৈতিক সংকটে ফেলেছিল, ফলে তৎকালীন রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকশেকে পদত্যাগ করতে হয়। তার উত্তরসূরি রানিল বিক্রমসিংহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩ বিলিয়ন ডলার মূল্যের ঋণ সহায়তা নিশ্চিত করলেও অর্থনৈতিক সংকট এখনও পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব হয়নি।</p> <p>সূত্র: বিবিসি<br />  </p>