<p>চাদের সামরিক বাহিনী ইসলামিক সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের সদস্যদের লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে। এ ঘটনায় অনেক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ইতনো গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছেন বলে এএফপির প্রতিবেদনে বলা হয়েছে।</p> <p>প্রেসিডেন্ট মহামত ইদ্রিস ডেবি ইতনো সংবাদিকদের বলেছেন, ‘আমরা শত্রুদের লক্ষ্য করে বেশ কয়েকটি বিমান হামলা চালিয়েছি, ফলে অনেকে নিহত বা আহত হয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যার কথা উল্লেখ করেননি। </p> <p>ইদ্রিস ডেবি ইতনো একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি ‘ব্যক্তিগতভাবে’ বোকো হারামের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছেন। গত মাসে বোকো হারাম নাইজেরিয়ার সীমান্তের কাছে পশ্চিম অঞ্চলে সেনাবাহিনীকে লক্ষ্য করে আক্রমণ করেছিল।</p> <p>চাদ সরকার গত অক্টোবরের শেষের দিকে অভিযান শুরু করার সময় সশস্ত্র গোষ্ঠী বোকো হারামের হামলায় নাইজেরিয়া সীমান্তের কাছে সেনাবাহিনীর প্রায় ৪০ জন সদস্য নিহত হয়েছিল।</p> <p>স্থানীয় একটি সূত্র এএফপিকে জানিয়েছিল, দুই শতাধিক সেনার একটি ঘাঁটিতে বোকো হারামের সদস্যরা হামলা চালিয়েছে। হামলাটি গত ২৭ অক্টোবর স্থানীয় সময় রবিবার রাত ১০টায় ঘটেছিল। পরে চাদের প্রেসিডেন্ট মাহামত ইদ্রিস দেবি ইতনো স্থানীয় সময় সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং হামলাকারীদের ধরতে ও তাদের আস্তানাগুলোতে অভিযান চালানোর নির্দেশ দেন।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মিয়ানমারের রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে: জাতিসংঘ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731035587-d99119ca42e35bfa7fbc7fba9ab1d88a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মিয়ানমারের রাখাইন রাজ্য দুর্ভিক্ষের দিকে যাচ্ছে : জাতিসংঘ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/11/08/1444180" target="_blank"> </a></div> </div> <p>গত সপ্তাহে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী আব্দেরাহিম বিরেমে হামিদ সাংবাদিকদের বলেছেন, ‘এই অভিযানের লক্ষ্য শুধু আমাদের শান্তিপূর্ণ জনগণকে সুরক্ষিত করা নয়, বরং বোকো হারাম ও এর সহযোগীদের মূলোৎপাটন করা এবং ধ্বংস করা।’</p> <p>জল এবং জলাভূমির বিস্তীর্ণ বিস্তৃত অঞ্চলে লেক চাদ অঞ্চলের অগণিত দ্বীপগুলো সশস্ত্র গোষ্ঠীগুলোর আস্তানা। যেমন বোকো হারাম এবং এর শাখা ইসলামিক স্টেট ইন ওয়েস্ট আফ্রিকা (আইএসডাব্লিউএপি), যারা দেশের সেনাবাহিনী এবং বেসামরিকদের ওপর নিয়মিত আক্রমণ চালায়।</p> <p>চাদ এবং এর প্রতিবেশী নাইজেরিয়া, নাইজার এবং ক্যামেরুন ২০১৫ সালে সশস্ত্র গোষ্ঠীদের মোকাবেলায় প্রায় আট হাজার ৫০০ সেনা নিয়ে একটি বহুজাতিক বাহিনী গঠন করে। বোকো হারাম ২০০৯ সালে নাইজেরিয়ায় বিদ্রোহ শুরু করে, যার ফলে ৪০ হাজারের বেশি লোক মারা যায়। তখন থেকে সংগঠনটি প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ে।</p> <p>২০২০ সালেও চাদের সেনাবাহিনী এই অঞ্চলে সবচেয়ে বড় ক্ষতির সম্মুখীন হয়েছিল। ওই বছরের মার্চ মাসে দেশটির বোহোমা উপদ্বীপে একটি অভিযানে এক দিনে প্রায় ১০০ সেনা মারা গিয়েছিল।</p> <p>সূত্র : এএফপি</p>