<p>আজ ১৪৪৬ হিজরির জমাদিউল আউয়াল মাসের প্রথম জুমা। সৌদি আরবের মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে জুমার নামাজ পড়বেন মুসলিমরা। আজ মক্কার পবিত্র মসজিদুল হারামে জুমা পড়াবেন শায়খ ড. উসামা বিন আবদুল্লাহ খাইয়াত এবং মদিনার পবিত্র মসজিদে নববিতে পড়াবেন শায়খ ড. সালাহ বিন মুহাম্মদ আল-বুদাইর। </p> <p>এ সময় পবিত্র মসজিদুল হারামে আজান দেবেন শায়খ মুহাম্মদ বিন আহমদ আল-মাগরিবি ও শায়খ নায়েফ বিন সালেহ ফাইদাহ। আর মসজিদে নববিতে আজান দেবেন শায়খ আহমদ বিন মুহাম্মদ আল-আনসারি ও মাহদি বিন ইউসুফ বারি। </p> <p>গত বুধবার (৬ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যমের এক্স-এর বার্তায় পবিত্র দুই মসজিদ পরিচালনাকারী কর্তৃপক্ষের ধর্মবিষয়ক বিভাগ এ তথ্য জানিয়েছে। </p> <p>জানা যায়, প্রতি সপ্তাহের মতো আজকের জুমার খুতবাও অনলাইনের সম্প্রচারিত হবে। আরবি ভাষার পাশাপাশি বিশ্বের ১০টি ভাষায় খুতবার অনুবাদ শোনা যাবে। মানারাতুল হারামাইন ওয়েবসাইটের লিংকে প্রবেশ করে একটি ভাষায় ক্লিক করলে খুতবার অনুবাদ শোনা যাবে। ভাষাগুলো হলো- ইংরেজি, ফার্সি, মালাই, উর্দু, চায়নিজ, ফ্রেঞ্চ, হাউসা, তার্কিশ, রুশ, বাংলা। </p> <p><em>সূত্র : হারামাইন ওয়েবসাইট</em></p> <p><br /> <iframe frameborder="0" height="500" sandbox="allow-scripts allow-same-origin" scrolling="yes" src="https://twitframe.com/show?url=https://twitter.com/PRAGOVSA/status/1854151341720908101" width="600"></iframe><br />  </p>