<p>মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭০০ রিঙ্গিত করা হচ্ছে। শুক্রবার (১৮ অক্টোবর) দেশটি জাতীয় সংসদে ২০২৫ সালের বাজেট পেশ করার সময় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানান। ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ন্যূনতম মজুরি ১৫০০ থেকে বাড়িয়ে ১৭০০ রিঙ্গিতে করতে সম্মত হয়েছে দেশটির সরকার।</p> <p>গণমাধ্যমের তথ্য মতে, এর আগে ২০২২ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোব ওই বছরের ১ মে থেকে শুরু করে প্রতি মাসে ১৫০০ রিঙ্গিত ন্যূনতম মজুরি হার ঘোষণা করেছিলেন। এবার সংসদে প্রধানমন্ত্রী আরো বলেন, পাঁচজনের কম শ্রমিকের নিয়োগকর্তাদের ১ আগস্ট ২০২৫ পর্যন্ত ছয় মাসের জন্য বিলম্বিত করা হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শুরু হয়েছিল যেভাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/04/1728031367-d55b54a411e15827405db4884f4c89d5.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার শুরু হয়েছিল যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/04/1431731" target="_blank"> </a></div> </div> <p>প্রধানমন্ত্রী  আনোয়ার ইব্রাহিম একই সঙ্গে অর্থমন্ত্রীর দায়িত্বও পালন করেন। তিনি বলেন, মানবসম্পদ মন্ত্রণালয় শিল্প ও উৎপাদন প্রযুক্তিবিদদের ২২৯০ রিঙ্গিত, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের ৩৩৮০ রিঙ্গিত এবং পেশাদার সৃজনশীল বিষয়বস্তু ডিজাইনারদের ২৯৮৫ রিঙ্গিত প্রারম্ভিক বেতনের জন্য একটি নির্দেশিকাও প্রকাশ করা হবে।</p> <p>প্রধানমন্ত্রী বলেন, জুন মাসে প্রগতিশীল মজুরি নীতির জন্য পাইলট প্রগ্রাম অনুসরণ করা হয়। এটি পরের বছর সম্পূর্ণরূপে বাস্তবায়িত হবে। ২০০ মিলিয়নের বাজেটে ৫০ হাজার শ্রমিক উপকৃত হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মালয়েশিয়ায় ভবনধসে বাংলাদেশির মৃত্যু, আহত দুই পাকিস্তানি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728720776-54ae7c068c0d8c99aab598cf06ab5bfc.gif" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মালয়েশিয়ায় ভবনধসে বাংলাদেশির মৃত্যু, আহত দুই পাকিস্তানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/world/2024/10/12/1434367" target="_blank"> </a></div> </div> <p>আনোয়ার বলেন, চরম দারিদ্র্য দূর করার জন্য পিপলস ইনকাম ইনিশিয়েটিভ (আইপিআর) এ ২৫০ মিলিয়ন রিঙ্গিত বরাদ্দ করা হবে।</p> <p>২০২৫ সালের জন্য দেশটি ৪২১ বিলিয়ন রিঙ্গিত ($৯৮ বিলিয়ন ) বাজেট প্রস্তাবনা দিয়েছে।</p> <p>সূত্র : রয়টার্স</p>