<p>চিনি স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বলে পরামর্শ দেন অনেক চিকিৎসক। তবে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পণ্যটি হয়ে উঠতে পারে আপনার ত্বকের জন্য উপকারী। এই চিনি না খেয়ে এর ব্যবহারে ফিরতে পারে ত্বকের সৌন্দর্য। রোদে পুড়ে ত্বকে কালো ছোপ। চোখের নিচে বলিরেখা। চামড়া যেন দিন দিন উজ্জ্বলতা হারাচ্ছে। সেসব কিছু এবার চিনিই দূর করবে।</p> <p>ত্বকের নানা সমস্যা দূর করতে চিনি ম্যাজিকের মতো কাজ করবে। আজকের প্রতিবেদনে জানবেন কিভাবে চিনি ব্যবহার করে ত্বকে উজ্জ্বলতা ফেরাবেন। চলুন, জেনে নেওয়া যাক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে ঘটবে যে পরিবর্তন" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/09/18/1726676609-0a80164fe279e456dda53545bdbb9cf8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চিনি খাওয়া ছেড়ে দিলে শরীরে ঘটবে যে পরিবর্তন</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/09/18/1426668" target="_blank"> </a></div> </div> <p>১) কফি পাউডারের সঙ্গে কিছুটা পরিমাণ চিনি মিশিয়ে নিন। তার মধ্যে অল্প মধু ঢেলে ভালো করে মিশিয়ে নিয়ে মুখে কিছু ম্যাসাজ করুন। ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে ফেলুন। বলিরেখা দূর করতে এই ফেসপ্যাক দারুণ কাজ করবে।</p> <p>২) ব্রনের সমস্যা থাকলে গ্রিন টি পাতার সঙ্গে চিনি মিশিয়ে নিন। এর মধ্যে কিছুটা অলিভ ওয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। সপ্তাহে অন্তত তিন দিন এটি করলে ব্রনের সমস্যা দূর হবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারে আপেল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/09/1728482686-167c8f3928cb371d6501f1ae3d22bbe8.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্বকের উজ্জ্বলতা ফেরাতে পারে আপেল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/10/09/1433513" target="_blank"> </a></div> </div> <p>৩) এক টেবিল চামচ হলুদ গুঁড়াতে এক চা চামচ চিনি যোগ করুন। এবার এক চা চামচ মধু দিয়ে ভালভাবে মেশান। এটি পুরো মুখে লাগিয়ে ২০ মিনিট রেখে দিন। ত্বকের জেল্লা ফেরাতে দারুণ কাজ করবে এই ফেসপ্যাক।</p> <p>৪) একটি টমেটো অর্ধেক কেটে তার ওপর এক চা চামচ চিনি ছড়িয়ে দিন। এবার এটি দিয়ে ধীরে ধীরে পুরো মুখে ঘষতে থাকুন। কিছুক্ষণ স্ক্রাব করার পর পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এরপরে মুখে ময়েশ্চারাইজার লাগান।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ত্বকের ফাটা দাগ দূর করতে পারেন যে উপায়ে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/08/25/1724584285-4d9b5516e104c11b6fdad37886a36649.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ত্বকের ফাটা দাগ দূর করতে পারেন যে উপায়ে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/lifestyle/2024/08/25/1418607" target="_blank"> </a></div> </div> <p>৫) এক টেবিল চামচ মধুর সঙ্গে এক চা চামচ চিনি যোগ করুন। ভালো করে মিশিয়ে পুরো মুখে লাগান। ২০-৩০ মিনিট রেখে শুকিয়ে নিন এবং তারপর পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেলুন। রোদের পোড়া ভাব দূর করতে দারুণ কাজ করে এই ফেসপ্যাক।</p> <p>সূত্র : সংবাদ প্রতিদিন</p>