<p>বেঙ্গালুরুর মাঠকে পয়া মনে করতেই পারেন রাচিন রবীন্দ্র। নিউজিল্যান্ডের হয়ে এই মাঠে সব সংস্করণ মিলিয়ে ৩ ম্যাচ খেলে দুটি সেঞ্চুরি পেয়েছেন তিনি। অন্যটিতে করেছেন ৪২ রান।</p> <p>রাচিন সবশেষ সেঞ্চুরিটি পেয়েছেন আজ ভারতের বিপক্ষে টেস্টে। এই মাঠেই সবশেষ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে করেছিলেন দুর্দান্ত এক সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরিটি বিদেশের মাটিতে প্রথম। তবে বেঙ্গালুরুকে ঘরের মাঠই মনে করতে পারেন তিনি। ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ব্যাটারের আদি বাড়ি যে এই বেঙ্গালুরুতেই। তার বাবা নিউজিল্যান্ডে স্থায়ী হওয়ার আগে এই শহরের এক ক্লাবের হয়ে ক্রিকেটও খেলেছেন। সবমিলিয়ে ‘ঘরের মাঠের’ সেঞ্চুরিটা তার জন্য বিশেষই।</p> <p>তৃতীয় দিনের খেলা শেষে এমনটিই জানিয়েছেন রাচিন। কারণ সেঞ্চুরির সময় তার বাবা ছিলেন গ্যালারিতে। তার পরিবারের ঘরের শহরে সেঞ্চুরি করতে পেরে গর্বিত তিনি। ২৪ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘এটা অবশ্যই বিশেষ। বিশাল ভীড়ের মাঝে আমার বাবার থাকাটা। আরও অনেক পরিবার ম্যাচটি দেখেছে। জানি তারা গর্বিত এবং এমনটা করতে পেরে আমি আনন্দিত যে তাদের ঘরের শহরে আত্মীয়র খেলা দেখতে পেরেছে। এটা খুবই দুর্দান্ত। জানি, আমার বাবা এবং মা এতে গর্বিত হবেন।’</p> <p>রাচিনের ১৩৪ রানে কল্যাণে বেঙ্গালুরুতে এখন জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড। কারণ দুই ইনিংস মিলিয়ে তাদের রান এখন শোধ দিতে পারেনি ভারত। ১২৫ রানে পিছিয়ে আছে অধিনায়ক রোহিত শর্মার দল। ভারত প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে করেছে ৩ উইকেটে ২৩১ রান। আর নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করেছে ৪০২ রান।</p>