<p>ভিয়েতনামে গভীর এক জঙ্গল থেকে চার দিন ধরে নিখোঁজ থাকা ছয় বছরের একটি ছেলেকে জীবিত খুঁজে পাওয়া গেছে। দেশটির পুলিশ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে।</p> <p>স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নিখোঁজ হওয়া ড্যাং টিয়েন ল্যাম উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইয়েন বাই প্রদেশের বাসিন্দা। সে গত ১৭ আগস্ট তার ৯ ভাই-বোনের সঙ্গে ঝর্ণায় খেলা করছিল। ওই সময় সে পাহাড়ে ঢুকে হারিয়ে যায়। পরে স্থানীয় কৃষকরা বুধবার তাকে খুঁজে পান। তারা জঙ্গলের কাছাকাছি একটি দারুচিনি ক্ষেত পরিষ্কারের সময় একটি শিশুর কান্নার শব্দ শুনতে পেয়েছিলেন।</p> <p>ল্যামকে কাসাভার ঝোপের মধ্যে বসে থাকতে দেখা যায়। যেখান থেকে সে হারিয়ে গিয়েছিল সেই জায়গা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে ছিল ওই ঝোপের অবস্থান। সে এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে দাঁড়াতে পারছিল না। ৫২ বছর বয়সী কৃষক লি ভ্যান ন্যাং জানান, ল্যামকে পাওয়ার পর সে বলেছিল, ‘আমি খুব ক্লান্ত, আমি দাঁড়াতে পারছি না, দয়া করে আমাকে তুলে নিন।’</p> <p>প্রতিবেদনে আরো বলা হয়েছে, ল্যাম পাতা, বুনো ফল ও ঝর্ণার পানি খেয়ে বেঁচে ছিল। অনলাইনে প্রকাশিত ছবিতে দেখা যায়, স্থানীয়রা তার সেবা করছে। জঙ্গল থেকে বের করে আনার পর তাকে কেক দেওয়া হচ্ছে। তাকে যখন পাওয়া যায়, তখন তার কাপড় সম্পূর্ণরূপে মাটি ও ময়লায় ঢেকে ছিল।</p> <p>পুলিশ বলেছে, ল্যামকে জীবিত অবস্থায় পাওয়া একটি ‘অলৌকিক ঘটনা’। কর্মকর্তারা ফেসবুক পোস্টে লিখেছেন, ‘নিরাপদে পরিবারের কাছে ফিরে আসার জন্য অভিনন্দন।’ এ ছাড়া ল্যামের মা লি থি ফাই ভিয়েতনাম নেট নিউজ সাইটকে তার স্বস্তির কথা জানিয়েছেন।</p> <p>এদিকে ল্যামকে খুঁজে পাওয়ার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বস্তির সঞ্চার করেছে। অনেকেই ল্যামের পরিবারকে অভিনন্দন জানিয়েছে এবং অনুসন্ধানদলের প্রচেষ্টার প্রশংসা করেছে। স্থানীয় কর্তৃপক্ষ দেড় শতাধিক মানুষকে ছোট্ট ছেলেটিকে খুঁজতে নিযুক্ত করেছিল, যার মধ্যে পুলিশ সদস্য, সেনা ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা ছিলেন।</p> <p>সূত্র : বিবিসি, এএফপি</p>