<p>ফরিদপুরে দুর্গাপূজায় মদপান করে স্বপ্না (১৭) নামে আরো এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। গতকাল রবিবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রী মারা যায়।</p> <p>নিহত স্বপ্না জেলার চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের চর অযোধ্যা গ্রামের পঞ্চানন বাওয়ালীর মেয়ে এবং চরঅযোধ্যা মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। এ নিয়ে গত দুদিনের ব্যবধানে ফরিদপুরে মদপান করে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর আগে গত শনিবার (১২ অক্টোবর) বিষাক্ত অ্যালকোহল পানে পূজা ও রত্না নামে দুই বান্ধবীর মৃত্যু হয়।</p> <p>পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বড় বোন সুস্মিতার সাথে পূজামণ্ডপে ঘোরাঘুরির জন্য বের হয় স্কুলছাত্রী স্বপ্না। ওইদিন রাত সাড়ে ১০টার দিকে তারা বাড়িতে ফিরে খাওয়া-দাওয়া করে ঘুমিয়ে পড়ে। গতকাল রবিবার বিকেল ৫টার দিকে স্বপ্নার অসুস্থতার বিষয়টি লক্ষ্য করে পরিবারের লোকজন তার কাছে জানতে চাইলে সে মদ পানের কথা স্বীকার করে। পরে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাত সাড়ে ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে কখন কাদের সাথে মদপান করেছে স্বপ্না তা জানাতে পারেনি পরিবারের লোকজন।</p> <p>আজ সোমবার (১৪ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফফার বলেন, ‘অতিরিক্ত মদপানে স্কুলছাত্রী স্বপ্নার মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’</p> <p>এর আগে গত শনিবার শহরের আলীপুরে পূজা বিশ্বাস (২০) ও রত্না সাহা (২৪) সরকারি রাজেন্দ্র কলেজের দুই ছাত্রী মদ পানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তবে কাদের সাথে কখন তারা এই মদ পান করেছিল সে রহস্যও এখনো উদঘাটন করা সম্ভব হয়নি।</p>