<p>প্রথমে ২০ বছর। এর পর দুই মাস না যেতেই যোগ হলো আরও ১০ বছর। মোট ৩০ বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন শ্রীলঙ্কার সাবেক ক্রিকেটার দুলীপ সামারাবিরা। তাকে এই সাজা দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে দুটি সাজা সমান্তরালে চলায় নিষেধাজ্ঞা বহাল থাকবে ২০৪৪ সাল পর্যন্ত।</p> <p>সামারাবিরা তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করলেও এ বিষয়ে তদন্তে অংশ নিতে চাননি তিনি। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে ১০ বছরের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়।</p> <p>৫২ বছর সামারাবিরাকে অসদাচরণের দায়ে নিষিদ্ধ করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তারা বলেছে, সাজার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া জাতীয় দল, রাজ্য ক্রিকেট দল কিংবা বিগব্যাশের কোনো দলে সামারাবিবরা কাজ করতে পারবেন না। নিষেধাজ্ঞার মেয়াদ শেষের সময় তার বয়স হবে ৭২ বছর।</p> <p>বার্তা সংস্থা এএপির খবরে বলা হয়, সামারাবিরা লঙ্কান কোচিং স্টাফে দায়িত্ব পালনের পর বিভিন্নভাবে আচরণবিধি লঙ্ঘন করেছেন বলে তদন্তে প্রমাণ পেয়েছে সিএ। একজন নারী ক্রিকেটারের সঙ্গে অসংগতিপূর্ণ আচরণের দায়ে গত সেপ্টেম্বরে তাকে ২০ বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এবারের নিষেধাজ্ঞাটি এসেছে ক্রিকেট ভিক্টোরিয়ায় চাকরিরত অবস্থান প্রাইভেট কোচিংয়ের ঘটনায়।</p> <p>সামারাবিরা ১৯৯৩ থেকে ১৯৯৫ সালের মধ্যে শ্রীলঙ্কার হয়ে ৭টি টেস্ট ও ৫টি ওয়ানডে খেলেছেন। প্রায় ১৬ বছর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া রাজ্য নারী ক্রিকেট দলের কোচিং স্টাফে কাজ করে আসছিলেন দুলীপ সামারাবিরা। গত মে মাসে পদত্যাগের আগে মেয়েদের বিগ ব্যাশের দল মেলবোর্ন স্টার্সে সহকারী কোচের দায়িত্বেও ছিলেন।</p>