<p>চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে দিনামো জাগরেবকে ৯-২ গোলে উড়িয়ে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। দ্বিতীয় ম্যাচে এসেই অ্যাস্টন ভিলার কাছে ১-০ ব্যবধানে হেরেছে ভিনসেন্ট কম্পানির দল। অন্য ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে শীর্ষ তিনে উঠে গেল বেনফিকা।</p> <p>চ্যাম্পিয়নস লিগে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে সর্বশেষ দশ ম্যাচে বায়ার্নের জয় সাতটিতে, দুটিতে ড্র। কিন্তু ভিলা সব হিসাব বদলে দিয়ে হারিয়ে দেয় বুন্দেসলিগার ক্লাবটিকে। ভিলার স্মরণীয় এই জয় সুখস্মৃতি ফেরাল ৪২ বছর আগের। ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে একই ব্যবধানে হারিয়েছিল তারা।</p> <p>ভিলা পার্কে ৭০তম মিনিটে অলি ওয়াটকিন্সকে তুলে ডুরানকে নামান কোচ। ম্যাচের ৭৯ মিনিটে মানুয়েল নয়্যারের মাথার ওপর দিয়ে বল পাঠিয়ে গোলটিও করেন ২০ বছর বয়সী ডুরানই। তবে ভিলার জয়ে অবদান এমি মার্টিনেজের। পুরো ম্যাচে সাতটি সেভ দিয়েছেন তিনি। জিনাব্রি ও কেইনকে অন্তত তিনবার গোলবঞ্চিত করেছেন এই আর্জেন্টাইন।  </p> <p><img alt="এএফপি" height="600" src="https://cdn.kalerkantho.com/public/news_images/share/photo/shares/online/2024/10/03/my1198/dsfhfgjkhkljl;'.jpg" width="1000" /></p> <p>এদিকে আরেক স্প্যানিশ ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়েছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। ৪-০ গোলে উড়ে গেছে সিমিওনের দল। বেনফিকার হয়ে গোল পেয়েছেন কোকচু, ডি মারিয়া, বাহ এবং আক্তুরকোগলু। এ জয়ে পয়েন্ট তালিকায় তিনে উঠে এলো বেনফিকা।</p>