<p>প্রথমার্ধেই নিশ্চিত গোল হতে যাওয়া দুটি আক্রমণ ঠেকিয়েছেন গোলরক্ষক রুপনা। আর তাতে শক্তিশালী ভারতকে গোলশূন্য ড্র'তে আটকে দিয়েছে বাংলাদেশ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সেই রুপনা চাকমাকে নিয়ে প্রশংসা ঝরল ভারতের কোচ ময়মল রকির কণ্ঠে।</p> <p>গোছানো ফুটবল খেলা ভারত প্রথমার্ধে বাংলাদেশকে বেশ চাপে রাখে। তবে পোস্টের নিচে বিশ্বস্ত দেয়াল হয়ে ছিলেন রুপনা চাকমা। সপ্তম মিনিটে সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে ধরে গোলরক্ষককে একা পেয়ে গিয়েছিলেন সুমতি কুমারি। ভারতের এই ফরোয়ার্ডের শট দারুণভাবে পা বাড়িয়ে আটকে দেন বাংলাদেশ গোলরক্ষক। সাত মিনিট পর কর্নার থেকে সুনিতা মুন্ডার ফ্লিক হেডও আটকে দলের ত্রাতা তিনি।</p> <p>ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে রুপনাকে নিয়ে ভারতের কোচ বলেছেন, 'অবশ্যই, আমি মনে করি, রুপনা দারুণ ছিল। সে আসলেই কিছু দারুণ সেভ করেছে, যে কারণে আমরা জিততে পারিনি। আমি নিশ্চিত, সবাই তার সেভগুলো দেখেছে এবং যদি ওই সেভগুলো সে না করত, তাহলে আমরা এগিয়ে থাকতাম। পরিকল্পনা অনুযায়ী মেয়েরা খেলেছে, কিন্তু স্কোরটাই কেবল করতে পারেনি। সব মিলিয়ে আমি বলব, মেয়েরা ভালো খেলেছে।'</p> <p>সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি প্রথম ম্যাচে ১২ গোল করা ভারতের আক্রমণভাগ। তাই কিছুটা আক্ষেপ ঝরেছে ময়মল রকির কণ্ঠে, 'আজ আমাদের একটাই কমতি ছিল, গোলটা পাইনি। মেয়েরা নার্ভাস ছিল না। আমাদের আগের ম্যাচ ছিল ভুটানের বিপক্ষে এবং এ ম্যাচটি বাংলাদেশের বিপক্ষে। আমি আগেই মেয়েদের বলেছি, প্রতিপক্ষ যেহেতু শক্তিশালী, ১২-০ স্কোরলাইন প্রত্যাশা করা যাবে না; এটা ভালো একটা ম্যাচ হবে। ভালো একটা ম্যাচও হলো। কিন্তু আমি মনে করি, আমাদের মেয়েরা তুলনামূলকভাবে ভালো খেলেছে।'</p> <p>নেপালকে ৩-১ গোলে হারিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ। আর ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে উড়ন্ত সূচনা করেছিল ভারত। দুই ম্যাচ শেষে চার পয়েন্ট করে নিয়ে শীর্ষে ভারত এবং দুইয়ে বাংলাদেশ। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেপাল। দুই ম্যাচই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত ভুটানের।</p>