<p>ভারতীয় বিজ্ঞানীরা সম্প্রতি একটি নতুন গ্রহ আবিষ্কার করেছেন। গ্রহটা পৃথিবীর চেয়ে ৬০ গুণ ভারী। নতুন এই এক্সেপ্লানেট সূর্য থেকে প্রায় ৬৯০ আলোকবর্ষ দূরে অবস্থিত। </p> <p>নতুন এই গ্রহের অবস্থান নেপচুনিয়ান অঞ্চলে। এই নেপচুন ও শনি গ্রহের মতো বৃহৎ ও ভারী গ্রহগুলো অবস্থান করে। নেপচুনিয়ান অঞ্চল হলেও, এটা সৌরজগতের অংশ নয়। বিজ্ঞানীরা নতুন এই এক্সোপ্লানেটের নাম রেখেছেন টিওআই-৬৬৫১বি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার করেছে প্রাচীনতম গ্যালাক্সি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/03/1730634519-a996693c41aea0e1da22bb400f0ef0d6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>জেমস ওয়েব টেলিস্কোপ আবিষ্কার করেছে প্রাচীনতম গ্যালাক্সি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/03/1442285" target="_blank"> </a></div> </div> <p>পৃথিবীর চেয়ে ষাটগুণ ভারী হলেও এই গ্রাহটির আকার পৃথিবীর প্রায় পাঁচ গুণ। আকারে তুলনামূলক ছোট হয়েও এত ভারী কেন? কারণ এর ভূমণ্ডল ধাতব প্রকৃতির। বিশেষ করে লোহা দিয়ে তৈরি এর ভূস্তর। </p> <p>ভারতের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা একটি আন্তর্জাতিক দল নিয়ে নতুন এই গ্রহ আবিষ্কার করেছেন। ভারতের রাজস্থানের মাউন্ট আবুতে স্থাপিত পিএআরএএস-২ নামেন টেলিস্কোপের মাধ্যমে গ্রহটির সন্ধান পাওয়া যায়। এই আবিষ্কার সম্পর্কে সম্প্রতি ‘জার্নাল অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিকস’-এ একটি গবেষণাপত্র প্রকাশিত হয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="উল্টোলেজি ধূমকেতুর বিরল ছবি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730369828-9725c6ed5212bbc6b71b4ce38c23bf90.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>উল্টোলেজি ধূমকেতুর বিরল ছবি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441179" target="_blank"> </a></div> </div> <p>নতুন এই গ্রহটির পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১,২০০ ডিগ্রি সেলসিয়াস। এত উৎতপ্ত গ্রহে কোনো প্রাণীর বসবাস সম্ভব নয়। </p> <p>গ্রহটি তার নক্ষত্রকে প্রদক্ষিণ করতে মাত্র পাঁচ দিন সময় নেয়। অর্থাৎ মাত্র পাঁচদিনেই এক বছর হয় গ্রহটিতে। </p> <p>গ্রহটির কেন্দ্রীয় অংশের ৮৭ শতাংশই ধাতব এবং বাইরের অংশে পাথুরে স্তর ও হাইড্রোজেন-হিলিয়ামের আবরণ রয়েছে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="মহাকাশে পাড়ি দিলেন চীনের তিন তরুণ নভোচারী" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/30/1730283596-1e01cf7d26af59a2a5ef45701492ba0c.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>মহাকাশে পাড়ি দিলেন চীনের তিন তরুণ নভোচারী</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/30/1440833" target="_blank"> </a></div> </div> <p>নেপচুনিয়ান অঞ্চলে টিওআই-৬৬৫১বি ছাড়াও আরও তিনটি এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছে। সেগুলো পৃথিবীর চেয়ে ১২-১৩ গুণ বড়। বিজ্ঞানীরা মনে করছেন, এ ধরনের গবেষণার মাধ্যমে মহাবিশ্বের আরও অজানা তথ্য উন্মোচন সম্ভব হবে। এর মাধ্যমে সৌরজগত ও গ্রহগুলোর সম্পর্কে আরও বিস্তারিত ধারণাও মিলবে।</p> <p>সূত্র: স্পেস ডট কম</p>