<p>স্মার্টফোনে আড়িপাতা একটি মারাত্মক সাইবার অপরাধ। কিন্তু ‘চোরে না শোনে থর্মের বাণী’! কিছু দুর্বৃত্ত আপনার ফোনে আড়ি পেতে আপনার প্রাইভেসির লঙ্ঘন যেমন করে, তেমনি অনেক গুরুত্বপূর্ণ গোপন তথ্য হাতিয়ে নেয়। আড়িপাতা কল বা ভিডিও ফঁস করে আপনার মানহানী করতেও পিছপা হয় না। তাই এ বিষয়ে সজাগ থাকা জরুরি।</p> <p>নিচে আড়িপাতা ঠেকানোর ১০ টি উপায় জানােনো হলো:</p> <p><strong>শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন</strong><br /> স্মার্টফোনের স্ক্রিন লক, পাসওয়ার্ড বা প্যাটার্ন শক্তিশালী এবং জটিল করুন। সহজ পাসওয়ার্ড ব্যবহার করবেন না, যেমন 1234 বা 0000। ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করলে নিরাপত্তা বাড়ে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/05/1728120628-2f7765234bc8cb21779aa4765402e2ca.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে পানি ঢুকলে নষ্ট হয় কেন?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/05/1432051" target="_blank"> </a></div> </div> <p><strong>অজানা অ্যাপস থেকে সতর্ক থাকুন</strong><br /> গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর ছাড়া অন্য কোনো উৎস থেকে অ্যাপ ইনস্টল করবেন না। অনেক সময় তৃতীয় পক্ষের অ্যাপগুলো আপনার ফোনে আড়িপাতা সফটওয়্যার ইনস্টল করতে পারে। তাই শুধু অফিসিয়াল অ্যাপ স্টোর থেকেই অ্যাপ ডাউনলোড করুন।</p> <p><strong>অটোমেটিক আপডেট চালু রাখুন</strong><br /> অপারেটিং সিস্টেম ও অ্যাপ্লিকেশন নিয়মিত আপডেট করুন। আপডেটগুলোতে অনেক সময় নিরাপত্তা সংক্রান্ত ত্রুটি দূর করা হয়। এটা হয়তো আপনাকে আড়িপাতা থেকে রক্ষা করতে সাহায্য করবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/31/1730371662-c18aeb439e0aefc1a2c884752c7ef5bf.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফোনে স্টোরেজ খালি করার ১০টি সহজ উপায়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/31/1441186" target="_blank"> </a></div> </div> <p><strong>সন্দেহজনক লিংক এড়িয়ে চলুন</strong><br /> মেসেজ বা ইমেইলে সন্দেহজনক লিংকে ক্লিক করবেন না। অনেক সময় এই লিংকগুলোতে ক্লিক করলে আপনার ফোনে ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। এসব ম্যালওয়ার আড়িপাতাতে সক্ষম।</p> <p><strong>অনুমতিগুলো যাচাই করুন</strong><br /> অ্যাপ ইন্সটল করার সময় খুব ভালভাবে দেখুন—অ্যাপটি কী কী অনুমতি চাচ্ছে। প্রয়োজনের বাইরে কোনো অ্যাপ যদি মাইক্রোফোন, ক্যামেরা বা কন্টাক্ট লিস্টের অনুমতি চায়, তাহলে সেই অ্যাপটি ব্যবহার না করাই ভালো।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেসবুকে আসক্তি কমাবেন যেভাবে" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730707900-c54371f6d30014a975b003c1325bfa4f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেসবুকে আসক্তি কমাবেন যেভাবে</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/04/1442612" target="_blank"> </a></div> </div> <p><strong>সন্দেহ হলে অ্যাপ ম্যানেজার চেক করুন</strong><br /> যদি মনে করেন যে ফোনে কোনো আড়িপাতা সফটওয়্যার থাকতে পারে, তাহলে অ্যাপ ম্যানেজারে গিয়ে অজানা বা সন্দেহজনক অ্যাপগুলো মুছে ফেলুন। অনেক সময় ফ্রিতে সুরক্ষা সরবরাহ করা কিছু অ্যাপও আড়িপাতার কাজে ব্যবহার হতে পারে।</p> <p><strong>দুই স্তরের সুরক্ষা (Two-Factor Authentication) চালু করুন</strong><br /> অনেক অ্যাকাউন্টে এখন দুই স্তরের সুরক্ষা ব্যবস্থা থাকে। এটি চালু করলে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করা অনেক কঠিন হয়ে যায়। প্রতিবার লগইন করার সময় আপনাকে একটি অতিরিক্ত কোড প্রদান করতে হবে, যা নিরাপত্তা আরও বাড়ায়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৫" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/04/1730698811-7aff9eefba7c0b3e244a6a7911438ebb.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাটজিপিটির আদ্যোপান্ত : পর্ব ৫</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/04/1442583" target="_blank"> </a></div> </div> <p><strong>VPN ব্যবহার করুন</strong><br /> উন্মুক্ত ওয়াইফাই ব্যবহার করার সময় ভিপিএন ব্যবহার করতে পারেন। এটি আপনার ইন্টারনেট ট্র্যাফিক এনক্রিপ্ট করে দেয়, ফলে আড়িপাতা থেকে রক্ষা পাওয়া সহজ হয়।</p> <p><strong>ডিভাইস এনক্রিপশন চালু রাখুন</strong><br /> আপনার ডিভাইসে এনক্রিপশন চালু রাখলে কোনো অপরিচিত ব্যক্তি আপনার ফোনের ডেটা চুরি করলেও সেটা তার কাছে অপ্রকাশ্য থাকবে। আধুনিক বেশিরভাগ স্মার্টফোনেই এনক্রিপশন অপশন থাকে।</p> <p><strong>নিয়মিত স্ক্যান করুন</strong><br /> বিশ্বস্ত অ্যান্টি-ভাইরাস বা ম্যালওয়্যার স্ক্যানার ব্যবহার করুন এবং ফোন নিয়মিত স্ক্যান করুন। এর মাধ্যমে কোনো আড়িপাতা বা সন্দেহজনক অ্যাপ থাকলে তা ধরা পড়ে যাবে।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="স্মার্টফোনে ভাইরাস! জেনে নিন সুরক্ষার ১০টি নিয়ম" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/02/1730537579-8dcd56b0b13b5733246c80d78c2a638a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>স্মার্টফোনে ভাইরাস! জেনে নিন সুরক্ষার ১০টি নিয়ম</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/11/02/1441864" target="_blank"> </a></div> </div> <p>এগুলো ছাড়াও আপনার ফোনের প্রাইভেসি সেটিংসগুলো নিয়মিত চেক করুন এবং প্রয়োজন অনুযায়ী সেটিংস পরিবর্তন করুন। সচেতনভাবে কিছু নিয়ম মেনে চললে স্মার্টফোনে আড়িপাতা থেকে নিজেকে অনেকাংশে রক্ষা করা সম্ভব।<br />  </p>