<p>শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে পর্যটনকেন্দ্র কুয়াকাটায় পর্যটকের আগমন বাড়ে। হাজারো মানুষের পদচারণে, বিচরণে পলিথিনসহ বিভিন্ন বর্জ্য পড়ে থাকে সৈকতের বিভিন্ন পয়েন্টে। সৈকত পরিচ্ছন্ন রাখা এবং পর্যটকসহ স্থানীয় ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধির জন্য বসুন্ধরা শুভসংঘ কুয়াকাটা শাখার উদ্যোগে সোমবার (২৫ নভেম্বর) সকালে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এ সময় পর্যটকদের সচেতনতা বৃদ্বিকরণের লক্ষ্যে বক্তব্য দেন শুভসংঘ কুয়াকাটা শাখার সাধারণ সম্পাদক মাকসুদ পারভেজ সাগর, কুয়াকাটা প্রেস ক্লাব সদস্য আবুল হোসেন রাজু, এস এম আলমাস ও আসাদুজ্জামান মিরাজ।<br />  <br /> এর পরই শুভসংঘ সদস্য, পর্যটক এবং স্থানীয় ব্যবসায়ীরা কুয়াকাটার জিরো পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন। এ সময় কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক মো. ইসতিয়াক বলেন, ‘আমরা স্থানীয় শুভসংঘের সদস্যদের মাধ্যমে উদ্ভুদ্ধ হয়ে সৈকত পরিচ্ছন্নতাকাজ করছি। এতে নিজেকে ধন্য মনে করছি। কেননা আমাদের পরিবেশ এবং সমাজ তথা দেশ পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমার আপনার সবার। শুভসংঘের মাধ্যমে সমাজের সর্বস্তরের মানুষ ও সংগঠন এগিয়ে এলে আমাদের দেশ আরো শৃঙ্খল হবে এবং পরিবেশ ভারসাম্য রক্ষা পাবে।’</p> <p>সৈকত পরিচ্ছন্নতা অভিযান শেষে উপস্থিত সব শ্রেণির মানুষ ও শুভসংঘের সদস্যরা নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবহার রোধের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ গঠনের শপথ নেয়।</p>