<p style="text-align:justify">বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘বিগত দিনে সিস্টেম লসের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের লুটেরা কর্মকর্তারা বিদেশে টাকা ‌পাচার করেছেন। তারা তথাকথিত উন্নয়নের নামে দেশকে পেছনের দিকে ঠেলে দিয়েছে‌ন। বিগত সরকার ক্ষমতাকে টিকিয়ে রাখতে শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে।’</p> <p style="text-align:justify">আজ সোমবার বিকেলে শহরের জনতা ব্যাংক মোড়ে ফরিদপুর জেলা কমিউনিস্ট পার্টি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ‌তিনি এসব কথা বলেন।</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘৫ আগস্টের গণ-অভ্যুত্থান একদিনে হয়নি। এই দিনের জন্য বছরের পর বছর, মাসের পর মাস ‌অপেক্ষা করতে হয়েছে। বিগত সরকার মানুষের ওপর জুলুম করেছে। দেশের মানুষ দিনের পর দিন নির্যাতিত হয়েছে।’</p> <p style="text-align:justify">কমিউনিস্ট পার্টির ‌বিভিন্ন কার্যক্রম ‌তুলে ধরে সেলিম বলেন, ‘আন্দোলনকে চাঙ্গা করার জন্য অতীতে কমিউনিস্ট পার্টি যে ভূমিকা রেখেছে, তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। যে কারণে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা থেকে নামতে হয়েছে।’</p> <p style="text-align:justify">তিনি বলেন, ‘শহীদের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমরা যে বিজয় পেয়েছি তা ধরে রাখতে হবে। এরপর কোনো সরকার যাতে ফ্যাসিস্ট ব্যবস্থা চালু করতে না পারে, সেদিকে লক্ষ রাখতে হবে।’</p> <p style="text-align:justify">অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত থাকার বিষয়ে তিনি বলেন, ‘যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের তারিখ ঘোষণা করতে হবে। সব সংস্কার আপনারা ‌করতে পারবেন না। আপনারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করুন। সব গরিব মানুষের জন্য রেশনিংব্যবস্থা চালু করেন। দেশে শান্তি-শৃঙ্খলা স্থিতিশীল রাখার ব্যবস্থা করুন।’</p> <p style="text-align:justify">সেলিম বলেন, ‘আমরা চাই, এই সরকার সফলভাবে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে ‌নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুক।’</p> <p style="text-align:justify">ফরিদপুর কমিউনিস্ট পার্টির সভাপতি আজাদ আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ কুমার শীলের সঞ্চালনায় জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির‌ সম্পাদকমণ্ডলীর সদস্য ‌কাজী রুহুল আমিন ও রফিকুজ্জামান নায়েক প্রমুখ।</p>