<p>বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরিতে ক্যাম্পেইন করা হয়েছে।</p> <p>প্লাস্টিকের ব্যবহারের ক্ষতিকর প্রভাব সম্পর্কে বিদ্যালয়ের সব শিক্ষার্থীর মাঝে সচেতনতা তৈরি করা হয়। একই সঙ্গে প্লাস্টিকের ব্যবহার কমিয়ে বিকল্প হিসেবে কাপড়ের বা পাটের তৈরি ব্যাগ ব্যবহারে উৎসাহিত করা হয়।</p> <p>তারাকান্দা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষিকা কামরুন্নাহার বলেন, ‘পলিথিন ব্যাগ পচে যেতে কয়েক শ বছর সময় নেয়, যা পরিবেশদূষণ ও প্রকৃতির ভারসাম্য বিনষ্ট করে।’</p> <p>তারাকান্দা উপজেলা বসুন্ধরা শুভসংঘ শাখার সভাপতি আবু সায়েম আকন্দ বলেন, ‘আমাদের সবার উচিত প্লাস্টিক ব্যবহার পরিহার করা, এর পরিবর্তে পরিবেশবান্ধব ও পুনর্ব্যবহারযোগ্য পণ্য ব্যবহার করা।’</p> <p>এ সময় উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ তারাকান্দা উপজেলা শাখার সদস্য আরশী, সিহাব, আদনান, মীম, রত্না, তৌফিক প্রমুখ।</p>