<p style="text-align:justify">শিশুকে মায়ের বুকে যদি সঠিকভাবে নেওয়া হয়, তাহলে শিশু ভালোভাবে বুকের দুধ পান করতে পারে। বুকের দুধ খাওয়ানোর ভুল পদ্ধতি দুধ তৈরির প্রক্রিয়াকে বাধা দেয়। বিশেষ করে নতুন মায়েরা এই সমস্যায় ভোগেন। চলুন জেনে নেওয়া যাক দুধ খাওয়ানোর সময় শিশুর সঠিক অবস্থান কী হতে পারে:</p> <p style="text-align:justify">শিশু সঠিকভাবে মায়ের বুকে অবস্থান নিয়ে বুকের দুধ পাচ্ছে কি না তা কিছু লক্ষণ দেখে সহজে বোঝা যায়।</p> <p style="text-align:justify"><strong>লক্ষণ</strong></p> <p style="text-align:justify">* শিশুর শরীর মায়ের শরীরের যথাসম্ভব কাছাকাছি থাকবে। </p> <p style="text-align:justify">* শিশুর মুখ মায়ের বুকের দিকে সম্পূর্ণ ফেরানো থাকবে।</p> <p style="text-align:justify">* বাচ্চার মুখ বড় করে হাঁ করা থাকবে।</p> <p style="text-align:justify">* শিশুর থুতনি মায়ের স্তনে লাগানো থাকবে।</p> <p style="text-align:justify">* শিশুর নিচের ঠোঁট নিচের দিকে বাঁকানো থাকবে।</p> <p style="text-align:justify">* বাচ্চার মুখে স্তনের বোঁটা ও তার চারপাশের কালো অংশ ঢোকানো থাকবে।</p> <p style="text-align:justify">* শিশু যে চুষছে এবং গিলছে তা বাইরে থেকে বোঝা যাবে।</p> <p style="text-align:justify">* শিশুর দুই গাল ফোলা থাকবে।</p> <p style="text-align:justify">* অনেক সময় বাচ্চার দুধ পানের শব্দ শোনা যায়।</p> <p style="text-align:justify">* মা যখন একদিকের বুকের দুধ খাওয়াতে থাকেন, তখন অন্য বুক থেকে কখনো কখনো দুধ ঝরবে।</p> <p style="text-align:justify">* শিশুকে খাওয়ানোর সময় ও পরে মা বোঁটাতে কোনো ব্যথা অনুভব করবেন না।</p> <p style="text-align:justify">* দুধ পানের পর শিশু পরিতৃপ্ত থাকবে এবং কান্নাকাটি করবে না।</p> <p style="text-align:justify">* এসব লক্ষণাদি থাকলে বোঝা যায় শিশু ভালোভাবে বুকের দুধ পাচ্ছে।</p> <p style="text-align:justify">শিশুর ভালোভাবে বুকের দুধ পানে মাকে কীভাবে সাহায্য করতে হবে—</p> <p style="text-align:justify">* মায়ের আত্মবিশ্বাস জাগাতে হবে, পরামর্শ দিয়ে আশ্বস্ত করতে হবে।</p> <p style="text-align:justify">* মায়ের কাছে জানতে হবে কেন তিনি মনে করছেন যে শিশু পর্যাপ্ত পরিমাণে দুধ পাচ্ছে না।</p> <p style="text-align:justify">* মায়ের দুধ ছাড়া শিশুকে ছয় মাস পর্যন্ত আর অন্য কিছু যেমন: পানি, কৌটার দুধ, অন্যান্য খাবার কিছুই না খাওয়ানো।</p> <p style="text-align:justify">* শিশুকে মায়ের কাছ থেকে দূরে রাখা যাবে না।</p> <p style="text-align:justify">* শিশু যখনই খেতে চায় দিনে-রাতে তার চাহিদা অনুযায়ী খাওয়াতে হবে।</p> <p style="text-align:justify"><strong>পরামর্শ দিয়েছেন—</strong></p> <p style="text-align:justify">প্রফেসর ডা. প্রণব কুমার চৌধুরী</p> <p style="text-align:justify">সাবেক বিভাগীয় প্রধান, শিশু স্বাস্থ্য বিভাগ</p> <p style="text-align:justify">চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল</p>