<p style="text-align:justify">আজ থেকে কোটা সংস্কার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারকে অর্থ সহায়তা দেবে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’। এর মধ্যে এই সপ্তাহে ২০০ পরিবারকে অর্থ সহায়তা দেওয়া হবে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। গতকাল শুক্রবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তায় এ তথ্য জানান তিনি। জানা গেছে, প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের পরিবার পাবে পাঁচ লাখ, আহত ব্যক্তিরা পাবেন এক লাখ টাকা।</p> <p style="text-align:justify">সারজিস আলম জানান, শনিবার থেকে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রথম ধাপে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান কার্যক্রম শুরু হচ্ছে। শহীদ পরিবারের মধ্যে যাদের ফোন করে ডাকা হয়েছে এই সপ্তাহে শুধু তাদেরই সহায়তা দেওয়া হবে বলে জানান তিনি। যাদের ফোন দেওয়া হয়নি তাদের আসতে বারণ করেন সারজিস আলম। বাকিদের পর্যায়ক্রমে দেওয়া হবে বলেও জানান তিনি। এর জন্য কিছু কাগজপত্র সঙ্গে আনার কথা জানান তিনি। </p> <p style="text-align:justify"><strong>লাগবে যে সমস্ত কাগজপত্র </strong></p> <p style="text-align:justify">১.শহীদ ভাই বা বোনের এনআইডি কার্ডের ফটোকপি </p> <p style="text-align:justify">২.ডেথ সার্টিফিকেট</p> <p style="text-align:justify">৩. নমিনি (যার নামে আকাউন্ট তার) এনআইডি কার্ড</p> <p style="text-align:justify">৪. বাবা মায়ের এনআইডি কার্ড (শহীদ ভাইয়ের স্ত্রী নমিনী হলে সাথে শহীদ ভাইয়ের বাবা/মাকে নিয়ে আসতে হবে।</p>