<p>ইসলামী শ্রমনীতির বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের বৈষম্য দূর হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বপ্রথম ইসলামী শ্রমনীতির প্রয়োগ ঘটাতে হবে বলে মন্তব্য করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি অধ্যাপক হারুনুর রশিদ খান।</p> <p>শনিবার (১২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সম্মেলনে ৯টি প্রস্তাবনার কথা ঘোষণা করা হয়।</p> <p>ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মজিবুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক আবুল হাশেম বাদলের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি গোলাম রব্বানী, লস্কর মো. তসলিম, কবির আহমেদ, ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতিকুর রহমান, সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক নুরুল আমিন প্রমুখ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করা গণমাধ্যমের বিচার হবে : নাহিদ" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728739084-b5c21c41d62fb66b3cbe96b4a381c078.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফ্যাসিস্ট সরকারকে সহায়তা করা গণমাধ্যমের বিচার হবে : নাহিদ</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434433" target="_blank"> </a></div> </div> <p>অধ্যাপক হারুনুর রশিদ খান বলেন, ‘আমরা এই দেশে কুরআন-সুন্নাহর বিধান কায়েম করতে চাই। যে বিধান কায়েম হলে কোনো ধরনের বৈষম্য সমাজ রাষ্ট্রে থাকবে না। শ্রমিক যে চেয়ারে বসবে মালিকও একই চেয়ারে বসবে, এটাই ইসলামী শ্রমনীতি। বৈষম্যহীন সমাজ কায়েম করতে হলে আমাদেরকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকাতলে সমবেত হতে হবে। শ্রমিক কল্যাণ ফেডারেশন এ দেশের একমাত্র সুশৃঙ্খল শ্রমিক সংগঠন।’</p> <p>তিনি আরো বলেন, ‘স্থল বন্দরসমূহ বিগত সময়ে চাঁদাবাজদের দখলে ছিল। আমরা এই নতুন স্বাধীনতার পর কোনো সেক্টরে চাঁদাবাজদের দেখতে চাই না। আমরা মালিকদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে শ্রমিক-মালিক বিরোধ দূর করতে চাই। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, দুজন মানুষের মাঝে মিলমিশ করে দেওয়া সবচেয়ে বড়ো ইবাদত। শ্রমিক কল্যাণ এই কাজটি করে যাচ্ছে। শ্রমিকদের ঐক্যবদ্ধ হতে হবে নিজেদের কল্যাণের জন্য। দেশের কল্যাণের জন্য। তাহলেই এ দেশে শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পাবে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ গ্রেপ্তার" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728738728-e06d061a77a7bde916b8a91163029d41.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজী রহিম উল্যাহ গ্রেপ্তার</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/10/12/1434431" target="_blank"> </a></div> </div> <p>গোলাম রব্বানী বলেন, শ্রমিকদের অধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। তারা এখনো কাঁদে। তারা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের সন্তানরা শিক্ষার অধিকার পায় না, পরিবারের চিকিৎসা করাতে পারে না। আমি সরকারের কাছে স্পষ্টভাষায় বলছি, শ্রমিকরা জাতীয় সম্পদ। তারা পরিশ্রম করে। শরীরের শক্তি ব্যয় করে। তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা অগ্রণী ভূমিকা পালন করুন।’</p> <p>অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, ‘স্বৈরাচার সরকারের সময়ে শ্রমিক সংগঠন হিসাবে আমাদের কাজ করতে দেওয়া হয়নি। আমাদেরকে ঘর থেকে গ্রেপ্তার করেছে। সে সময় ফ্যাসিবাদের দোসর শ্রমিক লীগ শ্রমিকদের স্বার্থে কাজ না করে শ্রমিকদের ওপর শোষণ, লুটপাট, চাঁদাবাজি ও টেন্ডারবাজি করেছে। আজকে সেই শ্রমিক লীগ হারিয়ে গেছে। আমরা এই শোষণকারীদের আর দেখতে চাই না।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ প্রাণহানি" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/12/1728739506-fcf4892f8de77e5f8fbe4761f3b12cf9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ প্রাণহানি</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/national/2024/10/12/1434435" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধি করা হয়নি। আমরা শ্রমিকদের ন্যায্য মজুরি বৃদ্ধির জন্য মালিকদের কাছে দাবি জানাচ্ছি। আমরা মালিকদের চাঁদাবাজদের হাত থেকে রক্ষা করবো। কিন্তু মালিকদের শ্রমিকদের স্বার্থ দেখতে হবে। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি দেশের সাড়ে সাত কোটি শ্রমিকদের সমস্যা চিহ্নিত করতে কমিশন গঠন করুন। শ্রমিকদের জীবনমান উন্নয়ন করুন। শ্রমিকদের অবহেলা করে দেশ এগিয়ে যেতে পারে না।’</p> <p>সভাপতির বক্তব্যে মজিবুর রহমান ভুঁইয়া বলেন, ‘আজকের এই সম্মেলন থেকে ঘোষণা করছি, বাংলাদেশ স্থল বন্দরগুলোতে আজকের পর কোনো অপশক্তির জায়গা হবে না। সকল চাঁদাবাজ ও লুটপাটকারীদের গ্রেপ্তারের দাবি করছি। স্থল বন্দর শ্রমিক ইউনিয়নের নেতৃত্বে মেহনতি শ্রমিকদের অধিকার আদায়ে আমরা সর্বোচ্চ ভূমিকা রাখব।’</p>