<p>জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাসুদ সাঈদী। বলেছেন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। সুশিক্ষা ছাড়া কোনো দেশ ও জাতির উন্নতি-অগ্রগতি সম্ভব নয়। শিক্ষা কার্যক্রমের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রভাবক হচ্ছেন শিক্ষক। শিক্ষকের ওপরই নির্ভর করে একটি জাতির সুষ্ঠু গঠন, সুন্দর বিকাশ ও উন্নতি-অবনতির পারদ। </p> <p>শনিবার (১২ অক্টোবর) সকালে উপজেলার ঐতিহ্যবাহী এফ করিম আলিম মাদরাসায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জিয়ানগর উপজেলা শাখা আয়োজিত সাধারণ সভায় প্রধান বক্তার বক্তব্যে মাসুদ সাঈদী এসব কথা বলেন।</p> <p>তিনি বলেন, শিক্ষকের হাতে গড়া ছোট্ট শিশুটিই একদিন পরিণত হয় নামকরা অফিসার, খ্যাতিমান ডাক্তার, প্রকৌশলী, অকুতোভয় সেনানায়ক, চৌকস সমরনায়ক এবং বিশ্বনন্দিত রাষ্ট্রনায়কে। এজন্য শিক্ষককে বলা হয় জাতি গঠনের মহান কারিগর।</p> <p>মাসুদ সাঈদী বলেন, শিক্ষা আলোস্বরূপ। আর শিক্ষক হলেন আলোকবর্তিকা। এক প্রদীপ থেকে যেমন লক্ষ্য প্রদীপ জ্বালানো যায়, ঠিক তেমনি একজন শিক্ষকের মাধ্যমে গোটা জাতিকে আলোকিত করা যায়। তিনি শিক্ষার্থীর দেহ-মনে যে আলো জ্বালিয়ে দেন ক্রমে সে আলোয় উদ্ভাসিত হয় প্রতিটি পরিবার, প্রতিটি জনপদ। অনস্বীকার্য যে, এই পৃথিবীর বিনির্মাণ ও শ্রীবৃদ্ধি যাদের হাতে হয়েছে তারা সবাই ছিলেন শিক্ষক অথবা গুরু বা পণ্ডিত। তাদের আলোয়ই আলোকিত হয়েছে পুরো পৃথিবী।</p> <p>শিক্ষকতা একটি মহান পেশা উল্লেখ করে মাসুদ সাঈদী বলেন, নবী-রাসূলগণ ছিলেন মানবজাতির মহান শিক্ষক। তাদের উত্তরাধিকার হিসেবে যারা শিক্ষকতার পেশায় নিয়োজিত তারাও জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে বিবেচিত। দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই তাদের ইলমী সুধা পানে ধন্য হন। তাদের দিকনির্দেশনা মেনে স্বীয় জীবন, সন্তান, স্বজন, সমাজ এবং রাষ্ট্রকে আলোকের পথে, কল্যাণের পথে পরিচালিত করেন। দেশ-জাতির ক্রান্তিলগ্নে যে কোনো প্রয়োজনে তাদের কাছেই ছুটে আসে সর্বাগ্রে।</p> <p>তিনি বলেন, স্বীকার করতে দ্বিধা নেই যে আজকাল বিশ্ববিদ্যালয়ে পড়ানো অনেক শিক্ষকেরই নেই পর্যাপ্ত যোগ্যতা, উচ্চশিক্ষা, ব্যক্তিত্ব, গাম্ভীর্য ও স্বীকৃতি। কিছু শিক্ষকের রাজনৈতিক লেজুরবৃত্তি ও রাজনৈতিক দুর্বৃত্তায়নের শিকার হয়েই কোমলমতি শিক্ষাথীরা বইবিমুখ হচ্ছে। পড়ার টেবিলের পরিবর্তে ক্লাব এবং পানশালায় ফুর্তি করছে। বিদ্যালয় ফাঁকি দিয়ে রাস্তাঘাট এবং পার্কে আড্ডা দিচ্ছে। হিরোইজম দেখাতে কিশোর গ্যাংয়ে নাম লেখাচ্ছে। কথিত বড়ভাইদের নির্দেশে চুরি, ছিনতাই, চাঁদাবাজি এবং মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে। </p> <p>বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন জিয়ানগর উপজেলা শাখার সভাপতি মো, আবু সায়াদের সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা জামাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের পিরোজপুর জেলার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জাল হোসেন ফরিদ, পিরোজপুর জেলা নির্বাচন বিভাগীয় সেক্রেটারি মো. হাবিবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিয়ানগর উপজেলা আমীর মাওলানা আলী হোসাইন প্রমুখ।</p>