<p style="text-align:justify">চট্টগ্রামের রাউজানের নোয়াপাড়ায় দুর্বৃত্তদের হামলায় বিএনপি দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১২ অক্টোবর) বিকেলে নোয়াপাড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরামিশ গ্রামে এ ঘটনা ঘটে।</p> <p style="text-align:justify">গুলিবিদ্ধরা হলেন-নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ ও তার চাচাতো ভাই মোহাম্মদ সাগর। </p> <p style="text-align:justify">পরিবারের সদস্যরা জানায়, মাসুদের পায়ে এবং হাতে তিনটি গুলি লেগেছে। আর সাগরের লেগেছে উরুতে। দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।</p> <p style="text-align:justify">স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানায়, গুলিবিদ্ধ দুই চাচাতো ভাই শনিবার বিকেলে নোয়াপাড়া পথেরহাট বাজারে যেতে ঘর থেকে বের হয়। পথেই তাদের ঘিরে ধরে চারটি অটোরিকশা করে আসা একদল দুর্বৃত্ত। এরপর গুলি করা হয় তাদের। পরে অটোরিকশায় পালিয়ে যায় দুর্বৃত্তরা।</p> <p style="text-align:justify">এদিকে, এ ঘটনার পর পর একই গ্রামে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান মুহাম্মদ বাবুল মিয়ার ভাই মুহাম্মদ ইউনুসকে পিটিয়ে আহত করে পালিয়ে যায় একই দুর্বৃত্তরা।</p> <p style="text-align:justify">নোয়াপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল হক জানান, গুলিবিদ্ধ দুজন ঘর থেকে পায়ে হেঁটে পথেরহাটে যাচ্ছিল। হঠাৎ চারটি অটোরিকশাতে করে আসা একদল দুর্বৃত্ত দুজনকে গুলি করে। মাসুদের হাতে ও পায়ে গুলি করা হয় আর সাগরের উরুতে লাগে গুলি।</p> <p style="text-align:justify">রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমান বলেন, ‘দুর্বৃত্তের হামলার ঘটনাটি শুনেছি। মামলা দিতে বলা হয়েছে। মামলা করলে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে গুলিবিদ্ধ বিএনপি কর্মীর বিষয়ে কেউ জানায়নি।’</p>