<p>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।</p> <p>বুধবার (২৮ আগস্ট) তিনি সিএমএইচে গিয়ে হাসনাতের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।</p> <p>ওই সময় চেয়ারম্যানের সঙ্গে বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর এ এফ এম আতিকুজ্জামান, সদস্য (এটিএম) এয়ার কমডোর এ কে এম জিয়াউল হক এবং সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোহাম্মদ নাইমুজ্জামান খান ছিলেন।</p> <p>গত রবিবার রাতে সচিবালয়ের সামনে অঙ্গীভূত আনসার সদস্যদের হামলায় আহত হন হাসনাত। তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়।</p>