<p>দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নৈসর্গিক অংশ পাহাড়ি অঞ্চল। সেখানকার রূপ-বৈচিত্র্য যতটা মুগ্ধকর, অন্তরালে ক্ষতের দাগ তার চেয়ে কম নয়। পার্বত্য অঞ্চলে গিয়ে মানসিক শান্তি খুঁজতে সমতলের মানুষ যতটা মরিয়া, সেখানকার জীবনালেখ্য নিয়ে চর্চায় ততটাই যেন নির্বিকার। তাই পাহাড় ও পাহাড়িদের নিয়ে গানের সংখ্যা হাতেগোনা। এর মধ্য থেকে কয়েকটি গানের গল্প তুলে ধরলেন কামরুল ইসলাম।</p> <p><strong>পীরেন স্নাল (মাদল)</strong></p> <p>পাহাড়ি মানুষের অধিকার ও বঞ্চনার কথা আর কারো গানে ততটা উঠে আসেনি, যতটা তুলে ধরেছে ব্যান্ড ‘মাদল’।  চাকমা, গারো, মারমা, বম ও সিং জাতিগোষ্ঠীর তরুণরা মিলে ব্যান্ডটি গঠন করেছিলেন দেড় দশক আগে। প্রধান কণ্ঠশিল্পী শ্যাম সাগর মানখিনের ঝাঁজালো কণ্ঠে উঠে এসেছে অনিন্দ্য কিছু গান। এর মধ্যে সবচেয়ে আলোচিত গান ‘পীরেন স্নাল’।</p> <p>২০০৪ গানে পাহাড় ও পাহাড়িদের কথাসালে টাঙ্গাইলের মধুপুরে বনরক্ষীদের গুলিতে নিহত গারো নেতা পীরেন স্নালের স্মরণে গানটি বেঁধেছেন ‘মাদল’ সদস্যরা। এ গানের কোরাস লাইন দুটি এমন, ‘শালবৃক্ষের মতন সিনা টান করে সে, মানুষ হয়ে বাঁচতে পীরেন জান দিয়েছে।’ বিভিন্ন সময়ে এ গান ফেসবুকে ভাইরাল হয়েছে। সম্প্রতি পাহাড়ে অস্থিতিশীল পরিস্থিতিতে ফের গানটি নিয়ে চর্চা হচ্ছে। অনেকেই এটি শেয়ার করছেন নিজ নিজ প্রফাইলে। যদিও ‘মাদল’ এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো অ্যালবাম প্রকাশ করেনি। বিভিন্ন অনুষ্ঠানে সরাসরি নিজেদের গান পরিবেশন করেন শ্যাম সাগর ও তাঁর সতীর্থরা।</p> <p><strong>এটা কল্পনা চাকমার গান (ফারজানা ওয়াহিদ সায়ান)</strong></p> <p>সাম্প্রতিক সময়ে গানটি নিয়ে চর্চা হয়েছে বেশ। ১০ জুন নিজের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ করেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। বরাবরের মতো নিজের লেখা-সুরেই গেয়েছেন তিনি। অতঃপর তা দারুণভাবে গেঁথে যায় পাহাড়িদের মনে। পাশাপাশি সমতলের শ্রোতাদের হৃদয়েও কম্পন জাগিয়েছেন শিল্পী। গানটি তৈরি করা হয়েছে মানবাধিকারকর্মী ও নারীবাদী কল্পনা চাকমাকে নিয়ে। যিনি ১৯৯৬ সালের ১২ জুন রাঙামাটির নিজ বাড়ি থেকে অপহৃত হন। ২৮ বছরেও তাঁর খোঁজ মেলেনি। এমনকি এ বছরের ২৩ এপ্রিল তাঁর মামলাটিও খারিজ করে দেয় আদালত। এমন হৃদয়বিদারক ঘটনাকে ছন্দ-সুরে গানে বেঁধেছেন সায়ান। গানটির কথা এমন, ‘এটা কল্পনা চাকমার গান, আমরা বাঙালিরা তো শুনিনি নামটাও তাঁর/এই নামে ছিল বুঝি কেউ? জিজ্ঞেস করো যদি, কথা বলে উঠবে পাহাড়’। গানটি প্রকাশিত হওয়ার পর পাহাড়ের অনেক তরুণ-তরুণীও এটি কাভার করেছেন। শিল্পীর ইউটিউব চ্যানেলে গানটির ভিউ চার লাখ ৭২ হাজার ছাড়িয়েছে।</p> <p><strong>ওই দূর পাহাড়ের ধারে (উইনিং)</strong></p> <p>গত শতকের নব্বইয়ের দশকের একেবারে শুরুতেই, অর্থাৎ ১৯৯১ সালে ব্যান্ডের নামে একক অ্যালবাম দিয়ে আত্মপ্রকাশ করে ‘উইনিং’। এ ব্যান্ডের বেশ কিছু গান শ্রোতাদের মন জিতেছে। তার একটি ‘ওই দূর পাহাড়ের ধারে’। তাঁদের প্রথম অ্যালবামের গান এটি। গানটির কথা এ রকম, ‘ওই দূর পাহাড়ের ধারে, দিগন্তেরই কাছে/ নিঃসঙ্গ বসে একটি মেয়ে, গাইছে আপন সুরে’। ইউটিউবে বিভিন্ন চ্যানেলে আনঅফিশিয়ালি গানটি রয়েছে। এ ছাড়া সংগীতশিল্পী আসিফ আকবরও গানটি কাভার করেছেন। যেটা তিনি প্রকাশ করেন গত বছরের ৩ জানুয়ারি।</p> <p><strong>চল দোতং পাহাড় (সোহান আলী)</strong></p> <p>পাহাড়প্রেমী বাঙালিদের কাছে অনেকটা ‘থিম সং’-এ পরিণত হয়েছে গানটি। শুধু সোহানের ইউটিউব চ্যানেলেই এ গানের ভিউ ৪৩ লাখের বেশি। ২০২১ সালের ৬ মে গানটি প্রকাশ করেন সোহান। কথা, সুর ও সংগীতায়োজন করেছেন তিনি নিজেই। স্টুডিওতে বসে সাদামাটা আবহে গাইতে গাইতে করেছেন ভিডিও। আর তা ছুঁয়ে গেছে শ্রোতাদের মন। গানটির শুরুটা এমন, ‘চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বরষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাব/ আমি মারফা রেঁধে দেব পাতে, বিন্নি চালের ভাত সাথে, দুবেলা দুমুঠো খেয়ে তৃপ্তির আলিঙ্গন/ পূবের হুহু বাতাস বইলে পরে, পাঁজর ভাঙা গান ধরে, আয়েশ করে কাটুক এ যৌবন।’ বান্দরবানের গহিনে ঘুরতে গিয়ে দোতং পাহাড়ের দেখা পান সোহান। সেখান থেকেই গানের কথায় বেঁধে নেন পাহাড়টিকে, যা শ্রোতাদেরও পাহাড়ের প্রতি আবেগী করে তোলে।</p> <p><strong>পাহাড়ে এসে (তাসরীফ খান)</strong></p> <p>২০২২ সালের অক্টোবরে গানটি তাসরীফের ব্যান্ড ‘কুঁড়েঘর’-এর ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ করা হয়। কোনো আনুষ্ঠানিক রেকর্ডিং নয়, পাহাড়ে উকুলেলে বাজিয়েই গেয়েছেন। আর তা পছন্দ করেছে শ্রোতারা। ‘আমি পাগল হয়ে যাব এই পাহাড়ে এসে, এই মেঘের ধারা ছন্নছাড়া মাতাল মাতাল হাওয়া, আনমনে সবুজ বনে হঠাৎ হারিয়ে যাওয়া, রাত্রি হইলে আকাশ ভরা তারাতে হারাব/’-এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন তাসরীফ নিজেই। তিনি জানান, পাহাড়ের সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিনিট দশেকের মধ্যেই গানটি তৈরি করেছেন। গানে তাঁর সঙ্গে উকুলেলে বাজিয়েছেন ইমরান হোসেন। গানটির ভিউ ২১ লাখ ৪৩ হাজার।</p> <p><strong>আরো কিছু গানে পাহাড়</strong></p> <p>সরাসরি না হলেও সমসাময়িক আরো কিছু গানে পাহাড় এসেছে। যেমন রাজিব শাহ গেয়েছেন ‘পাহাড়ি ঢাল’। যেখানে তিনি সুরে সুরে বলেছেন, ‘আমার মনটা কাইড়া নিলো যে, ওই পাহাড়ি ঢালে বসত করে সে।’ ২০১৯-এর ১৮ ডিসেম্বর প্রকাশিত গানটির ভিউ ১৫ লাখ ১৭ হাজার। গায়ক সন্দীপনের একটি গানের শিরোনাম ‘লুসাই পাহাড়’। যদিও গানটির মূল ভাবে বর্ণনা করা হয়েছে পাহাড়ি নদী কর্ণফুলীর কথা।</p>