<p>শেরপুরে সরকারি কলেজের ছাত্র সুমন মিয়া (১৭) হত্যায় জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। বুধবার (১৩ নভেম্বর) দুপুরে শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থী ও নিহতের স্বজনরা বিক্ষোভ মিছিল নিয়ে ডিসি অফিসের প্রবেশ ফটকের সামনে সমবেত হন। সেখানে তারা ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন।</p> <p>মানববন্ধনে সুমনের বাবা মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট সাব্বির হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোর্শেদ জিতু, তৌহিদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। এ সময় শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধার।</p> <p>বক্তারা সুমন হত্যায় অভিযুক্ত রবিউল ইসলাম রবিন ও প্রেমিকা সাঈদা মুস্তাকিন আন্নির ফাঁসির দাবি করেন। সেই সঙ্গে তারা চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্যদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের আওতায় আনার দাবি জানান।</p> <p>এদিকে মঙ্গলবার সন্ধ্যায় আদালতে সুমন হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে অভিযুক্ত রবিন। জবানবন্দি প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন কোর্ট পুলিশ পরিদর্শক মো. জিয়াউর রহমান। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইকবাল মাহমুদের আদালতে দেওয়া দীর্ঘ জবানবন্দিতে সে প্রেমিকা আন্নি আক্তারকে নিয়ে পরিকল্পিতভাবে সুমনকে হত্যার কথা জানায়। জবানবন্দি শেষে রাতেই রোমানকে জামালপুর জেলা কারাগারে পাঠানো হয়।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/13/1731493598-f5ab36a09d49cce318d2336b8312504a.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেরপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত ৩</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/13/1446184" target="_blank"> </a></div> </div> <p>তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জবানবন্দিতে রোমান জানিয়েছে, সুমনকে আন্নির মাধ্যমে ডেকে শহরের সজবরখিলাস্থ তার বাসায় নিয়ে যায় রোমান। সেখানে কোমল পানীয়ের সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশিয়ে সেবন করানো হয় তাকে। এক পর্যায়ে দুজনে (আন্নি ও রোমান) সুমনকে শ্বাসরোধে হত্যা করে বাসার উঠানে মাচার নিচে মাটিতে পুঁতে রাখে। বাসায় থাকা রোমানের মাকেও ঘটনার আগে ঘুমের ওষুধ মেশানো লাচ্ছি খাইয়ে ঘুম পাড়িয়ে রাখে তারা।</p> <p>এর আগের দিন ঘাতক প্রেমিকা আন্নির পুলিশ রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে আইনের সঙ্গে সংঘাতে জড়িত শিশু বিবেচনায় গাজীপুরের টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রে ২ দিন জিজ্ঞাসাবাদের অনুমতি দেন শিশু আদালতের ভারপ্রাপ্ত বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ তৌফিক আজিজ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="শেরপুরে ডেঙ্গু আতঙ্ক" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/08/1731063174-799bad5a3b514f096e69bbc4a7896cd9.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>শেরপুরে ডেঙ্গু আতঙ্ক</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/country-news/2024/11/08/1444268" target="_blank"> </a></div> </div> <p>উল্লেখ্য, গত ৪ নভেম্বর শেরপুর শহরের কসবা বারাকপাড়া নিমতলা এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে নিখোঁজ হয়। নিখোঁজের ৭দিন পর ১১ নভেম্বর দিবাগত রাতে শহরের সজবরখিলা এলাকার একটি বাড়ির উঠান থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়। এর আগে নিখোঁজের ৪ দিন পর সুমনের বাবার অভিযোগের প্রেক্ষিতে শেরপুর সরকারি কলেজের সহপাঠী সাঈদা মুস্তাকিন আন্নি (১৭) ও তার বাবা বাগরাকসা কাজীবাড়ী পুকুরপাড় এলাকার বাসিন্দা শিক্ষক মো. আজিম উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে আন্নিকে জিজ্ঞাসাবাদে তার আরেক প্রেমিক রবিউল ইসলাম রবিনকে (১৮) ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করে এবং তার দেওয়া তথ্য মতে সোমবার রাতে রোমানদের বাড়ির উঠান থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।</p>