<p>নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার সাজু ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক শাহ শাহাজাহান সাজুর কাছে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করেছে একটি সন্ত্রাসী বাহিনী। দাবিকৃত চাঁদা না পেয়ে সন্ত্রাসী রিয়াজ ও তার বাহিনীর সদস্যরা সাজু ডেভেলপারসের ক্রয়কৃত জায়গায় দেওয়া সাইনবোর্ড ভাঙচুর করে।</p> <p>এ বিষয়ে বুধবার সিদ্দিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730974343-6bbd6ec823a490745c81f06028685ed6.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে ভারতের কাছে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছে পাকিস্তান</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/sport/2024/11/07/1443867" target="_blank"> </a></div> </div> <p><br />  <br /> স্থানীয়রা জানায়, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতন হওয়ার পর রসূলবাগ এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী, জমি দখলসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছেন রিয়াজ উদ্দিন। গত তিন মাসে পুরো এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন তিনি। এলাকার উঠতি বয়সের কিশোর গ্যাংদের নিয়ে গড়ে তুলেছেন একটি সন্ত্রাসী বাহিনী। এ সন্ত্রাসী বাহিনীর মাধ্যমে অবৈধভাবে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। ওই এলাকার শিল্পকারখানা, ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের টার্গেট করে তাদের কাছ থেকে মোটা অংকের চাঁদা হাতিয়ে নিচ্ছেন। সম্প্রতি রসূলবাগ পঞ্চায়েত কমিটি নিজেই ঘোষণা করে কমিটির সহ-সভাপতি পদটি বাগিয়ে নেন তিনি। রসূলবাগ শাপলা চত্বর এলাকায় রিয়াজ মিয়া একটি সিমেন্টের দোকান দিয়েছেন। ওই এলাকার বাড়িঘর নির্মাণ করতে হলে তার কাছ থেকে নির্মাণ সামগ্রী নেওয়ার জন্য বাধ্য করছেন তিনি।  এতে ওই এলাকার নির্মীয়মান বাড়ির মালিকরা রিয়াজ ও তার বাহিনীর কাছে জিম্মি হয়ে পড়েছেন।<br />  <br /> নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, রিয়াজ উদ্দিন রিয়াজ গেল আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগ নেতাদের নাম ভাঙিয়ে এলাকায়  সন্ত্রাসী, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম চালিয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের সাথে সাথেই নিজের ভোল পাল্টে ফেলেন তিনি। এখন ওই এলাকার বিএনপির বড় নেতা বলে নিজেকে দাবি করে এলাকায় বিভিন্ন অপকর্ম চালালেও প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। তার বিরুদ্ধে থানায় মামলা থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার না করায় সে দিন দিন আরোও বেপরোয়া হয়ে উঠছে।<br />  <br /> অভিযোগের বিষয়ে জানার জন্য রিয়াজ উদ্দিন রিয়াজের মোবাইল ফোনে কয়েকবার চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="কাদেরের উপন্যাস থেকে সিনেমা, কেউ জানে না কবে মুক্তি পাবে‘গাঙচিল’?" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/11/07/1730974376-fc4c36f862e065d66305ae6f8f14b77f.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>কাদেরের উপন্যাস থেকে সিনেমা, কেউ জানে না কবে মুক্তি পাবে‘গাঙচিল’?</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/entertainment/2024/11/07/1443868" target="_blank"> </a></div> </div> <p> </p> <p>সাজু ডেভেলপারসের ব্যবস্থাপনা পরিচালক শাহজাহান সাজু জানান, গেল পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরপরই রিয়াজ উদ্দিন রিয়াজ রসূলবাগসহ আশপাশ এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। উঠতি বয়সের ছেলেদের প্রলোভন দেখিয়ে একটি বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। আমার কম্পানির নামে আনমুন প্যাকেজিংয়ের মালিকের কাছ থেকে একটি জমি ক্রয় করি। আমি জমিতে বালু ভরাট করতে গেলে সন্ত্রাসী রিয়াজ উদ্দিন রিয়াজ আমার কাছ থেকে ৭০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না পেয়ে সাজু ডেভেলপারসের সাইনবোর্ড ভেঙে ফেলে। এ বিষয়ে আমি আইনের আশ্রয় নিবো।</p> <p>তিনি বলেন, সন্ত্রাসী রিয়াজ ও তার বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের জন্য সেনাবাহিনী র‌্যাবসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি। </p> <p>তিনি বলেন, তার পকেট কমিটির সদস্যদের দিয়ে স্বাক্ষর করিয়ে আমাদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের গোয়েন্দা সংস্থার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।<br />   <br /> সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন জানান, রসুরবাগ এলাকায় আনমুল প্যাকিজিংয়ের বায়নাকৃত জায়গার মালিক সাজু ডেভেরপারস এর কাছে ৭০ লাখ টাকা চাঁদা চাওয়ার বিষয়ে এখন পর্যন্ত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে রিয়াজ উদ্দিনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।<br />  <br /> র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‌্যাব-১১ এর অধিনায়ক তানভীর মাহমুদ পাশা জানান, সন্ত্রাস,চাঁদাবাজ ও জমি দখলকারীদের বিরুদ্ধে ইতিমধ্যেই আমরা অভিযান পরিচালনা শুরু করেছি। রসূলবাগ এলাকার রিয়াজ উদ্দিনের বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।</p>