<p>নরসিংদীতে আত্মহত্যার উদ্দেশে রেললাইনে শুয়ে থাকা এক নারীকে বাঁচাতে গিয়ে লোকোমাস্টার ট্রেনটি হার্ড ব্রেক করার সময় ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৬ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে নরসিংদী রেলওয়ে স্টেশনের পুলিশ ফাঁড়ির সামনের রেললাইনে এ ঘটনা ঘটে।</p> <p>এ সময় আত্মহত্যার চেষ্টা করা ওই নারী বেঁচে গেলেও ইঞ্জিন বিকল থাকায় রাত পৌনে ৯টা পর্যন্ত ট্রেন থেমে ছিল নরসিংদী রেলওয়ে স্টেশনে। আত্মহত্যার চেষ্টা করা ওই নারীর নাম লতিফা বেগম (৭০)। তিনি পৌর শহরের কাউরিয়াপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141278-d82319912041449cd31bdb7e7569d171.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>সরকার পতন পর্যন্ত জামায়াত-শিবির ছাত্র আন্দোলন নিয়ন্ত্রণ করেছে : জয়</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/Politics/2024/10/17/1436051" target="_blank"> </a></div> </div> <p>রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বুধবার বিকেলে ঢাকা অভিমুখী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেন নরসিংদী রেলওয়ে স্টেশনে প্রবেশ করছিল। এ সময় রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনের এক নম্বর রেললাইন এক নারী শুয়ে থাকতে দেখে ট্রেনটি হার্ড ব্রেক করেন লোকোমাস্টার। স্টেশনে স্টপেজ থাকায় যদিও গতিবেগ তুলনামূলক কম ছিল, তবুও হার্ড ব্রেকের পর ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।</p> <p>নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. শহিদুল্লাহ বলেন, ‘ওই নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ফাঁড়িতে রাখা হয়। পারিবারিক কলহের কারণে ওই নারী আত্মহত্যার চেষ্টা করছিলেন বলে জানতে পেরেছি। পরে তার পরিবারের সদস্যদের কাছে তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।’</p> <div class="d-flex justify-content-center"> <div class="col-12 col-md-10 position-relative"><strong>আরো পড়ুন</strong> <div class="card"> <div class="row"> <div class="col-4 col-md-3"><img alt="হোজ্জা আর বেকুবের দল" height="66" src="https://cdn.kalerkantho.com/public/news_images/2024/10/17/1729141169-baecb9fa81ce8e8d5224ebcd87ce4d17.jpg" width="100" /></div> <div class="col-8 col-md-9"> <p>হোজ্জা আর বেকুবের দল</p> </div> </div> </div> <a class="stretched-link" href="https://www.kalerkantho.com/online/science/2024/10/17/1436050" target="_blank"> </a></div> </div> <p>তিনি আরো বলেন, ‘রাত পৌনে ৯টায় বিকল হওয়া ইঞ্জিনটি ঠিক হলে ট্রেনটি ঢাকার উদ্দেশে নরসিংদী রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। স্টেশনের ভেতরে প্লাটফরমের পাশে ট্রেন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।’</p>