<p>মাঠে নামার আগেই একটি রেকর্ড গড়েছেন বিরাট কোহলি। সব সংস্করণ মিলিয়ে ভারতের হয়ে এখন দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার মালিক তিনি। কিন্তু মাইলফলকের ম্যাচ খেলতে নেমে ‘ডাক’ মেরেছেন কোহলি।</p> <p>১৩ বছরের টেস্ট ক্যারিয়ারে প্রিয় পজিশন চার ছেড়ে আজ তিনে নেমেছিলেন কোহলি। দীর্ঘ ৮ বছর পর তিনে খেলতে নেমে নিশ্চয়ই ভালো কিছু করতে চেয়েছিলেন তিনি। কিন্তু তা করতে পারেননি তিনি। ৯ বল খেললেও রানের খাতা খোলার আগেই ফিরতে হয়েছে ড্রেসিংরুমে। নিউজিল্যান্ডের পেসার উইলিয়াম ও’রুকির বলে লেগ গালিতে গ্লেন ফিলিপসের তালুবন্দি হন কোহলি। এ নিয়ে ক্যারিয়ারে মোট ১৫ বার ডাক মারলেন তিনি। সবশেষ ২০২১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষেই ওয়াংখেড়েতে শূন্য রানে আউট হয়েছিলেন তিনি।</p> <p>তিন নম্বর পজিশন যে কোহলির জন্য মানানসই নয়, সেটা পরিসংখ্যানেও পরিস্কার। এখন পর্যন্ত ৭ ইনিংসে ব্যাটিং করে মাত্র ১৬ .১৬ গড়ে রান করেছেন ৯৭। নেই কোনো ফিফটি। অন্যদিকে প্রিয় চারে ১৪৮ ইনিংসে ৫২.৫৩ গড়ে ৭৩৫৫ রান করেছেন। ২১ ফিফটির বিপরীতে ২৫ সেঞ্চুরি। টেস্টে আরও তিন পজিশনে ব্যাটিং করেছেন কোহলি। সে সবের পরিসংখ্যান হচ্ছে- পাঁচে ৩৮.৫৭ গড়ে ১০৮০ রান। ছয়ে ৪৪.৮৮ গড়ে ৪০৪ রান। আর সাত নম্বরে একবার ব্যাটিং করে রান করেছেন ১১।</p> <p>এর আগে একাদশে নাম থাকার সঙ্গে সঙ্গেই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড গড়েন কোহলি। ৫৩৬ ম্যাচ খেলা ‘রান মেশিন’ খ্যাত ব্যাটার পেছনে ফেলেছেন মহেন্দ্র সিং ধোনিকে। এতদিন ৫৩৫ ম্যাচ নিয়ে দুইয়ে ছিলেন ভারতকে একটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো সাবেক অধিনায়ক। শুধু ভারতের নন, আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডের মালিক শচীন টেন্ডুলকার। ১৯৮৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত ৬৬৪ ম্যাচ খেলেছেন বিশ্বের সর্বোচ্চ রানসংগ্রাহক। </p>