<p>দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলতে আজ রাতে দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। তবে হঠাৎ করেই ঘটনার মোড় নিয়েছে। নিরাপত্তা ইস্যুতে তাঁর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।</p> <p>এরমধ্যে সাকিবের দেশে ফেরা ইস্যুতে জরুরি জুম মিটিংয়ে বসেছেন বিসিবি কর্তারা। এই মুহূর্তে আইসিসির সভায় যোগ দিতে দুবাইয়ে আছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। এই দুজনের সঙ্গে বিসিবির আরও কয়েকজন পরিচালক ঢাকা থেকে জুম মিটিংয়ে যুক্ত হয়েছেন।</p> <p>আলোচনার বিষয়বস্তু সাকিবের দেশে ফেরা না ফেরা। দুবাই থেকে বাংলাদেশ সময় বিকেল ৫টার ফ্লাইটে সাকিবের বাংলাদেশে ফেরার কথা ছিল। কিন্তু সরকারের উচ্চ পর্যায় থেকে আপাতত সাকিবকে এই ফ্লাইটে আসতে নিষেধ করা হয়েছে। এসব বিষয় নিয়েই জুম মিটিংয়ে যুক্ত হয়েছেন বিসিবির কর্তারা।</p> <p>জুম মিটিংয়ে সাকিবের দেশে ফেরার ব্যাপারে কোনো সিদ্ধান্তে পোঁছাতে পারেননি বিসিবির কর্তারা। বোর্ডের একাধিক পরিচালক জানিয়েছেন, বিষয়টি আসলে একদমই তাঁদের হাতে নেই। সরকার থেকে পরবর্তী কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত তাঁদের কিছু করার নেই বলেও জানিয়েছেন তাঁরা। উদ্ভুত পরিস্থিতিতে আপাতত সাকিবের মতো তাই তাঁরাও অপেক্ষার প্রহর গুনছেন!</p>