<p>কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট থেকে চুরি হওয়া প্রচুর পরিমাণ মালামাল উদ্ধার করেছে নৌবাহিনী। উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান আবু সালেহর বাড়ি থেকে ওই মালামাল উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ অক্টোবর) উদ্ধার হওয়া মালামাল মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে।</p> <p>উদ্ধার হওয়া মালামালের মধ্যে রয়েছে জেনারেটর, রেফ্রিজারেটর, পাম্প, ব্যাটারি, অগ্নিনির্বাপণী বিভিন্ন উপকরণ, কম্পিউটারের বিভিন্ন পার্টস, প্রিন্টার, পানির পাইপ, উল্লেখযোগ্য সংখ্যক ফ্যান, গ্রিজার, রিভলভিং চেয়ার, সাবমারসিবল পাম্প, পোর্টেবল বেডের ফ্রেম, টিন, এ্যাংগেল বার ও ট্রান্সফর্মার। </p> <p>নৌবাহিনীর তথ্য মতে, সোমবার গোপন সংবাদের ভিত্তিতে মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সালেহর বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে বাড়িটির বিভিন্ন ঘর তল্লাশি করে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্টের চুরি যাওয়া বিপুল পরিমাণ মালামাল পাওয়া যায়। তাদের মতে, চোর চক্র বিভিন্ন সময়ে মাতারবাড়ী পাওয়ার প্ল্যান্ট থেকে ওসব মালামাল চুরি করে আবু সালেহর বাড়িতে রেখেছে। </p> <p>মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায়সার হামিদ জানান, উদ্ধার হওয়া মালামাল থানায় জমা দেওয়া হলেও এ ঘটনায় কোনো মামলা দেয়নি নৌবাহিনী। </p>