<p>গাজীপুরের কালিয়াকৈরে ২৯ দফা দাবিতে তিন পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকার পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল, লগোজ ফ্যাশান ও এটিএস এপারেলস এর শ্রমিকরা ২৯ দফা দাবি আদায়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এসময় মহাসড়কের দুই পাশে প্রায় দেড় ঘন্টা যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশের হস্তক্ষেপে বেলা ১১ টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।</p> <p>শ্রমিক ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মত মঙ্গলবার সকালে পূর্বাণী গ্রুপের করিম টেক্সটাইল, লগোজ ফ্যাশান ও এটিএস এপারেলস এর শ্রমিকরা কারখানায় যায়। পরে শ্রমিকরা কাজে যোগদান না করে নিজ নিজ কারখানার মুল ফটকের সামনে জড়ো হয়। পরে ওই তিন কারখানার শ্রমিকরা সরকারের নতুন ঘোষিত হাজিরা বোনাস, নাইট বিল ও টিফিন বিল সহ ২৯ দফা দাবিতে সকাল সাড়ে নয়টার দিকে কারখানার সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।</p> <p>এদিকে সড়ক অবরোধের ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে বেলা ১১ টার দিকে শিল্প পুলিশ,থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিলে যানচলাচল স্বাভাবিক হয়। পরে শ্রমিকরা নিজ নিজ কারখানার সামনে মুল ফটকের সামনে দাবি আদায়ে অবস্থান কর্মসুচী করছে। সমস্যা সমাধানে পুলিশ মালিক পক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনা করছে। </p> <p>শ্রমিকরা অভিযোগ করে বলেন, নাইট বিল, হাজিরা বোনাস, টিফিন বিল, সরকার নতুন করে বৃদ্ধির ঘোষণা দিয়েছে। সব কারখানা মেনে নিলেও আমাদের কারখানা এখনো মেনে নেয়নি। তাই আমরা আন্দোলন করছি।</p> <p>কালিয়াকৈর থানার ওসি অপারেশন জুবায়ের বলেন, বিভিন্ন দাবিতে মৌচাকের তিনটি কারখানার শ্রমিকরা  মহাসড়কে আসে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দাবি গুলো নিয়ে কারখানা কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত সমাধান করার আশ্বাস দিলে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে যায়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।</p>