<p>সাবেক খাদ্যমন্ত্রী নওগাঁর সাধন চন্দ্র মজুমদারের অপকীর্তি নিয়ে কালের কণ্ঠ ধারাবাহিক সংবাদ প্রকাশ করে। ভাইলীগ, সিন্ডিকেটলীগ নিয়ন্ত্রণ, পুকুর দখল ও কমিশনকাণ্ডের দানবকে নিয়ে একের পর এক তুলে ধরা সংবাদের কারণে তার অপকর্ম সম্পর্কে জানতে পারেন সর্বমহল। </p> <p>শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সকাল বগুড়ার আদমদীঘির সান্তাহারে পাঠকদের হাতে কালের কণ্ঠ পৌঁছার পর পাড়া-মহল্লায় শোরগোল পড়েছে। ‘ধান-চাল সিন্ডিকেটের হোতা, কৃত্রিম সংকটে বাড়াতেন দাম’ শিরোনামে প্রকাশিত সংবাদটি একনজর পড়তে কাড়াকাড়ি শুরু হয় কালের কণ্ঠ পত্রিকাটি। পত্রিকা না পেয়ে কেউ কেউ সংবাদের ওই অংশটুকু ফটোকপি করেও নিচ্ছেন। আর হকাররা বলছেন, লাগাতার সাধনের অপকর্মের সংবাদ প্রকাশের কারণে গত কয়েকদিনে চাহিদা বেড়েছে পত্রিকাটির।</p> <p>সান্তাহার চাতাল মিল মালিক মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, সাধন চন্দ্র মজুমদার আওয়ামী লীগের শাসনামলের খাদ্যমন্ত্রী। সুতরাং তাঁর কাছে ভালো কিছু আশা করা যায় না। একের পর এক তার অপকর্ম বেরিয়ে আসছে। আরো আসবে। অনুসন্ধানী রিপোর্ট করায় কালের কণ্ঠকে ধন্যবাদ জানাচ্ছি।</p> <p>উপজেলার কগই গ্রামের পাঠক আতিকুর রহমান জানান, একজন রাজনৈতিক ব্যক্তির মূলত সেবা করার জন্য রাজনীতিতে আসা করা উচিৎ। কিন্তু রাজনীতির প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধভাবে টাকা ইনকাম করে অঢেল সম্পদের মালিক হবেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র এটা জানা ছিল না। গত কয়েক দিন কালের কণ্ঠ পত্রিকা পড়ে তাঁর সম্পর্কে জানলাম। শুধু আমিই নয়, প্রত্যন্ত গ্রামের পাড়া-মহল্লার পাঠকরাও জানলেন। সঠিক খবর তুলে ধরায় এখন প্রশংসায় ভাসছে কালের কণ্ঠ।    </p> <p>পত্রিকা বিক্রেতা রবিউল ইসলাম বলেন, গত কয়েক দিন ধরেই পত্রিকাটির চাহিদা বেড়েছে। চাহিদার তুলনায় আমার কাছে পত্রিকা কম থাকায় অনেকে ফিরেও যাচ্ছেন। খোঁজ নিয়ে জানলাম খাদ্যমন্ত্রী সাধনের অপকর্মের খবর লাগাতার ছাপানোর জন্যই হঠাৎ পত্রিকাটির চাহিদা বেড়েছে।</p>